বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

মানুষের পরিবর্তে অনলাইন বৈঠক করতে সক্ষম এআই ক্লোন মানব

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:১৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এখন সরাসরি অনলাইন বৈঠকে মানুষের পরিবর্তে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করেছে এআই প্রযুক্তির ক্লোন বা হুবহু প্রতিকৃতি মানব। ‘পিকল’ নামে একটি এআই টুল ব্যবহারকারীদের নিজেদের এআই ক্লোন তৈরি করে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে।

অনলাইন বৈঠকে মানুষের পরিবর্তে অংশ নিয়ে ঠিক ওই ব্যক্তির মতো ভূমিকা পালন  করতে সক্ষম এআই ক্লোন বা হুবহু প্রতিকৃতি মানব। শনিবার এমনই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কথা জানা গেছে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখন সরাসরি অনলাইন বৈঠকে মানুষের পরিবর্তে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করেছে এআই প্রযুক্তির ক্লোন। ‘পিকল’ নামে একটি এআই টুল ব্যবহারকারীদের নিজেদের এআই ক্লোন তৈরি করে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে।

জানা গেছে, এই এআই টুল নির্দিষ্ট ব্যক্তির একটি এআই ক্লোন তৈরি করে, যা ভিডিও কলে স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারে। এটি শুধুমাত্র কথা বলাই নয়, বরং অন্যদের বক্তব্য বিশ্লেষণ করে যথাযথ প্রতিক্রিয়া জানাতেও সক্ষম।

‘পিকল এআই টুল নিয়ে প্রযুক্তিবিশ্বে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অদিত শেঠ জুম কলে স্বাভাবিকভাবে কথোপকথন চালিয়ে যাচ্ছেন।’

কিছুক্ষণ পর তিনি জানান, অনলাইন বৈঠকে উপস্থিত থাকা ব্যক্তিটি প্রকৃতপক্ষে তাঁর চেহারার অনুরূপ একটি এআই ক্লোন।

প্রতিবেদনে পিকল এআই টুলের বিশেষত্ব সম্পর্কে বলা হয়, এটি পূর্বে ধারণ করা ভিডিও সম্প্রচার করে না। বরং, এটি ব্যবহারকারীর কণ্ঠস্বর ও মুখাবয়বের সাথে সামঞ্জস্য রেখে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তবসম্মতভাবে কথা বলে ও প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম। ফলে, পর্দায় দৃশ্যমান ব্যক্তিটি প্রকৃতপক্ষে বৈঠকে উপস্থিত নেই, তা সহজে বোঝা সম্ভব নয়।

বিশেষজ্ঞদের ধারণা, পিকল এআই সময় ব্যবস্থাপনায় সম্ভাবনা তৈরি করলেও, এটি গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ভবিষ্যতে কেউ অন্যের পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে পারে। সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

সংবাদটি পঠিত হয়েছে: ৬৪ বার

এ সম্পর্কিত আরও খবর