ছবি: সংগৃহীত
মাল্টিপ্লান সেন্টার থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন তারা। এহতেসামুলকে মার্কেটের সামনে রাস্তার ওপর এবং দীপুকে তার গাড়ির ভেতরেই হামলা করে দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা। এসময় বহিরাগত হামলাকারীরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে দুইটা গাড়ি ও ভাঙচুর করছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর এলিফেন্ট রোড কম্পিউটার সিটিতে (মাল্টিপ্লান) সন্ত্রাসী হামলায় দুইজন কম্পিউটার পণ্য ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
হামলায় এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্ল্যাণ সমিতির (ইসিএস) যুগ্ম সদস্য সচিব মো. এহতেসামুল হক দুই হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে। গুরুতর আহত মো. এহতেসামুল হককে পার্শ্ববর্তী পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। সেসাথে হামলায় শিকার হওয়া এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্ল্যাণ সমিতির (ইসিএস) সভাপতি মো. ওয়াহিদুল হাসান দীপুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানাগেছে, মাল্টিপ্লান সেন্টার থেকে বের হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন তারা। এহতেসামুলকে মার্কেটের সামনে রাস্তার ওপর এবং দীপুকে তার গাড়ির ভেতরেই হামলা করে দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা। এসময় বহিরাগত হামলাকারীরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে দুইটা গাড়ি ও ভাঙচুর করছে। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনার দায়ে শনিবার (১১ জানুয়ারি) বেলা দুইটা থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দিয়েছে এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান থেকে বের হওয়ার পর অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা করেছে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...