৩৭ মিনিট আগে
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ৫ এপ্রিল (শুক্রবার) তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই বিশেষ উপলক্ষে ৩ এপ্রিল (বুধবার) বিল গেটস তার ব্যক্তিগত ব্লগ "Gates Notes"-এ একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি মাইক্রোসফটের প্রথম সফটওয়্যারের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করেন।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, এখন থেকে মাইক্রোসফটের প্রথম তৈরি করা সফটওয়্যারের সোর্স কোড যেকেউ বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন।
বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ৫ এপ্রিল (শুক্রবার) তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই বিশেষ উপলক্ষে ৩ এপ্রিল (বুধবার) বিল গেটস তার ব্যক্তিগত ব্লগ "Gates Notes"-এ একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি মাইক্রোসফটের প্রথম সফটওয়্যারের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করেন।
ব্লগে গেটস লেখেন, “একটি প্রতিষ্ঠান হিসেবে ৫০ বছর পূর্ণ করা অনেক বড় অর্জন। স্টিভ বলমার ও সত্য নাদেলার নেতৃত্বে মাইক্রোসফটের অসংখ্য মেধাবী কর্মীর কঠোর পরিশ্রমের ফলেই আজ এটা সম্ভব হয়েছে। এখনো মনে হয়, যেন গতকালই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে পল অ্যালেন আর আমি বসে কোড লিখছিলাম।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে তেমন কিছু ছিল না, কিন্তু আমরা জানতাম দ্রুত কিছু করতে হবে। টানা দুই মাস দিন-রাত পরিশ্রম করে আমরা তৈরি করেছিলাম আমাদের প্রথম সফটওয়্যার- Altair BASIC। সেটাই ছিল মাইক্রোসফটের (তখন নাম ছিল Micro-Soft) প্রথম পণ্য।”
বিল গেটস এই কোডটিকে নিজের লেখা সবচেয়ে ‘দুর্দান্ত কোড’ বলেও উল্লেখ করেন।
এই ঐতিহাসিক সফটওয়্যারের কোড এখন যেকেউ বিনা মূল্যে ডাউনলোড করে দেখতে পারবেন। এটি প্রযুক্তি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...