মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

মাইক্রোসফটে ফের কর্মী ছাঁটাই, এবার বাদ পড়ছেন কারা

প্রকাশ: ১৯ জুন ২০২৫, দুপুর ১২:২৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: আনস্প্ল্যাশ

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি গত মঙ্গলবার বলেছেন, জেনারেটিভ আই ও এজেন্টের ব্যবহার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের করপোরেট কর্মীদের বড় একটা অংশ কমিয়ে ফেলতে হবে।

আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফট। এই দফায় লক্ষ্য মূলত বিক্রয়কর্মীরা। গত মাসেই ৬ হাজার কর্মী ছাঁটাই করে এই মার্কিন টেক জায়ান্ট।

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে মাইক্রোসফট। সে অনুযায়ী কর্মীবাহিনী পুনর্বিন্যাসের চেষ্টা থেকেই এবারের কর্মী ছাঁটাই বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে গতকাল বুধবার জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

কৃত্রিম বুদ্ধিমত্তায় সমগোত্রীয় প্রতিষ্ঠানগুলোর চেয়ে এগিয়ে থাকতে চায় মাইক্রোসফট। এই প্রযুক্তিতে ক্রমাগত বিনিয়োগ করে যাচ্ছে তারা। থেমে নেই অন্যান্যরাও। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল, মেটা ও আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়িয়েছে, প্রযুক্তিটির উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি গত মঙ্গলবার বলেছেন, জেনারেটিভ আই ও এজেন্টের ব্যবহার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের করপোরেট কর্মীদের বড় একটা অংশ কমিয়ে ফেলতে হবে।

চলতি অর্থবছরে ৮ হাজার কোটি ডলারের মূলধন ব্যয় বাড়ানোর পরিকল্পনা মাইক্রোসফটের। এর সিংহভাগ ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সেবার জন্য ডেটা সেন্টার নির্মাণে।

চলতি জুনে অর্থবছর সমাপ্তির পর আগামী মাসে এই দফায় চাকরি হারানো কর্মীদের নাম ঘোষণা করবে মাইক্রোসফট, যদিও প্রতিষ্ঠানটি এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে চাকরি কেবল বিক্রয় দলের কর্মীরাই হারাবেন, ব্যাপারটা এমন না-ও হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, গত বছরের জুন পর্যন্ত মাইক্রোসফটে ২ লাখ ২৮ হাজার কর্মী কাজ করতেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৫ বার

এ সম্পর্কিত আরও খবর