বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


সফটওয়্যার

লিংকডইনের বিরুদ্ধে ব্যবহারকারীর ডেটা থেকে এআই প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

সাইটটি শুধু লোকজন কীভাবে বিভিন্ন এআই পরিষেবা ব্যবহার করে, সে তথ্যই নয়, বরং ব্যবহারকারীর পোস্ট ও নিবন্ধ এমনকি তিনি কত ঘন ঘন লিংকডইন ব্যবহার করেন, তার ভাষাগত পছন্দ ও লিংকডইন দলের কাছ থেকে তিনি কী ধরনের ফিডব্যাক পেয়েছেন, সে তথ্যও সংগ্রহ করে।

লিংকডইনের বিরুদ্ধে নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীর ডাটা কাজে লাগানোর অভিযোগ উঠেছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই এ সিস্টেমে সমন্বিত হয়ে যায়। এর মানে, নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরির জন্য সাইটটি এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার ব্যবহার করছে বলে এক আপডেটে উঠে এসেছে।

কোম্পানি জানিয়েছ, সাইটটি শুধু লোকজন কীভাবে বিভিন্ন এআই পরিষেবা ব্যবহার করে, সে তথ্যই নয়, বরং ব্যবহারকারীর পোস্ট ও নিবন্ধ এমনকি তিনি কত ঘন ঘন লিংকডইন ব্যবহার করেন, তার ভাষাগত পছন্দ ও লিংকডইন দলের কাছ থেকে তিনি কী ধরনের ফিডব্যাক পেয়েছেন, সে তথ্যও সংগ্রহ করে।

কোম্পানির এআই নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নতুন এআই ব্যবস্থা বিকাশে ব্যবহারকারীর ডাটা সংগ্রহ করা হবে ও এটি সম্ভবত আর সরানো যাবে না। এমনকি ব্যবহাকারী তার ডেটা সংগ্রহ না করার অনুরোধ জানালেও।

কোম্পানির পলিসি পেজে উল্লেখ রয়েছে নিজস্ব পণ্য ও পরিষেবার জন্য আমরা আপনার ব্যক্তিগত ডাটা ব্যবহার করতে পারি। এর মধ্যে রয়েছে বিভিন্ন এআই মডেল বিকাশ ও প্রশিক্ষণ দেওয়ার মতো বিষয় যাতে আমাদের বিভিন্ন পরিষেবা আপনার ও অন্যদের জন্য আরও প্রাসঙ্গিক ও উপযোগী হয়ে ওঠে।

এর সেটিং ডিফল্ট হিসেবেই চালু থাকবে। এর মানে, এটি নিজে থেকে বন্ধ না করলে ব্যবহারকারীর ডাটা এআই মডেলের কাছে চলে যাবে। আর সাইটের সেটিংস পেজ থেকে এটি বন্ধ করার সুযোগও রয়েছে। সূত্র: ৪০৪ মিডিয়া।

সংবাদটি পঠিত হয়েছে: ৪২ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

শাকিব খান অভিনীত তুফান এখন মাইজিপিতে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪