৭ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
নতুন টুলটি স্বয়ংক্রিয়ভাবে জটিল গবেষণা সংক্রান্ত কাজে সহায়তা করতে এবং ইন্টারনেটে বহুস্তর বিশ্লেষণ করতে সক্ষম, যা মানুষের জন্য সময়সাপেক্ষ কাজ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতার যুগে বাজারে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে বিশ্বের নামিদামি প্রযুক্তি কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় এবার নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই।
রবিবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই টুলটি উন্মোচন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, নতুন টুলটি স্বয়ংক্রিয়ভাবে জটিল গবেষণা সংক্রান্ত কাজে সহায়তা করতে এবং ইন্টারনেটে বহুস্তর বিশ্লেষণ করতে সক্ষম, যা মানুষের জন্য সময়সাপেক্ষ কাজ।
নতুন প্রযুক্তির এই ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন চীনের নতুন এআই চ্যাটবট ডিপসিক বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি কম খরচে উচ্চমানের পারফরম্যান্স দিচ্ছে, যার ফলে সিলিকন ভ্যালিতে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।
ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, ডিপ রিসার্চ হলো একটি বিশেষ এআই টুল, যা ওয়েব ব্রাউজিং ও তথ্য বিশ্লেষণে দক্ষ। ব্যবহারকারী শুধু একটি প্রম্পট দিলেই এটি শত শত অনলাইন উৎস বিশ্লেষণ করে এবং চ্যাটজিপিটির মতো বিশদ গবেষণা প্রতিবেদন তৈরি করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, এই টুলটি খুব কম সময়ের মধ্যে বিভিন্ন অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংক্ষেপণ করতে পারে। এটি গবেষণা বিশ্লেষকের মতো একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে সক্ষম, যা একজন মানুষের করতে অনেক ঘণ্টা লাগত।
ওপেনএআইয়ের এই এআই টুলটির দুর্বলতা বিষয়ে জানানো হয়, ওপেনএআই স্বীকার করেছে যে এই টুলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এটি কখনো কখনো নির্ভরযোগ্য তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হতে পারে।
রবিবার থেকে ওয়েব সংস্করণে ডিপ রিসার্চ চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যেই এটি মোবাইল ও ডেস্কটপ অ্যাপে যুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই। সূত্র: রয়টার্স ও এএফপি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...