রবিবার

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ


বিশেষ প্রতিবেদন

দায়িত্ব গ্রহণের পর টিকটক ইস্যুতে সমাধান খুঁজতে চান ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৪৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে  ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে টিকটক। টিকটক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে বন্ধ করে দেওয়া বিষয়ক বিলের পক্ষে এপ্রিলে ভোট দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। পরে দেশটির একটি আপিল আদালত একই আদেশ দেন।  

টিকটক নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর এই ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবেন এবং এজন্য সময় প্রয়োজন। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে  ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে টিকটক। টিকটক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে বন্ধ করে দেওয়া বিষয়ক বিলের পক্ষে এপ্রিলে ভোট দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। পরে দেশটির একটি আপিল আদালত একই আদেশ দেন।  

প্রতিবেদনে জানানো হয়েছে, টিকটক বিক্রি বা নিষিদ্ধকরণ ইস্যুতে ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। আদালত আইনের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে, যা ১৯ জানুয়ারির সময়সীমার ওপর নির্ভর করবে।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, আইনটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। ১০ জানুয়ারি অনুষ্ঠেয় সুপ্রিম কোর্টের শুনানিতে আদালত তাদের পক্ষে রায় না দিলে এবং এর মধ্যে টিকটক বিক্রি করা না হলে ১৯ জানুয়ারির পর অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে।

২০ জানুয়ারি, সোমবার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

জানা গেছে, ২০২০ সালে টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধ করার উদ্যোগে আদালতের বাধা সত্ত্বেও ব্যর্থ হন ট্রাম্প।  তবে বর্তমানে তার অবস্থান বদলেছে। টিকটক নিয়ে ট্রাম্পের বর্তমান অবস্থান তার ওই অবস্থানের একেবারে উল্টো। তিনি টিকটকের পক্ষে অবস্থান নিয়েছেন, যা তার নির্বাচনী প্রচারণার অঙ্গ ছিল।

ট্রাম্পের আইনজীবী ডি. জন সাওয়ার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্কের মূল বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি ১৯ জানুয়ারির মধ্যে আইনটি বাস্তবায়ন স্থগিত করার জন্য পরামর্শ দিয়েছেন।

চলতি মাসে টিকটকের সিইও শাও জি চিউ-এর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এই বৈঠকে টিকটককে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে চালু রাখার বিষয়ে সমর্থন জানিয়েছেন তিনি।

টিকটক দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ক্লাউড সার্ভার ওরাকল করপোরেশনের মাধ্যমে তারা ব্যবহারকারীর ডাটা সংরক্ষণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কনটেন্ট মডারেশনও হয়।

অন্যদিকে, মার্কিন সরকার দাবি করেছে, টিকটকের মালিকানা চীনের হাতে থাকায় এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি। সূত্র: রয়টার্স

সংবাদটি পঠিত হয়েছে: ১০৯ বার

এ সম্পর্কিত আরও খবর