শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের প্রশিক্ষণের জন্য চিপ তৈরি করছে মেটা

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, দুপুর ১:২০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই চিপটি মূলত এআই-সম্পর্কিত কাজের জন্যই বানানো হয়েছে। এটি তৈরি করতে মেটা তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি-এর সহায়তা নিচ্ছে। এখন পরীক্ষামূলকভাবে এই চিপ ব্যবহার করা হচ্ছে। যদি ফলাফল ভালো হয়, তাহলে ভবিষ্যতে এর বড় পরিসরে উৎপাদন শুরু হবে।

মেটা তাদের নিজস্ব চিপ তৈরি করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে। সাধারণত, এআই প্রশিক্ষণের জন্য শক্তিশালী চিপ প্রয়োজন হয়, যা বর্তমানে এনভিডিয়ার মতো কোম্পানির কাছ থেকে কিনতে হয়। কিন্তু মেটা নিজস্ব চিপ তৈরি করে এই নির্ভরতা কমাতে চায়। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টেকক্রাঞ্চ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এই চিপটি মূলত এআই-সম্পর্কিত কাজের জন্যই বানানো হয়েছে। এটি তৈরি করতে মেটা তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি-এর সহায়তা নিচ্ছে। এখন পরীক্ষামূলকভাবে এই চিপ ব্যবহার করা হচ্ছে। যদি ফলাফল ভালো হয়, তাহলে ভবিষ্যতে এর বড় পরিসরে উৎপাদন শুরু হবে।

মেটা এর আগে নিজস্ব এআই চিপ তৈরি করেছিল, তবে সেগুলো শুধুমাত্র এআই মডেল চালানোর কাজে ব্যবহার করা হতো, প্রশিক্ষণের জন্য নয়। কিন্তু মেটার আগের কিছু চিপ ডিজাইন প্রকল্প তাদের প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। ফলে, কিছু প্রকল্প বাতিল করা হয়েছে বা সীমিত পর্যায়ে রাখা হয়েছে।

এ বছর মেটা তাদের বিভিন্ন প্রযুক্তিগত খরচের জন্য ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর বেশির ভাগ অংশ এনভিডিয়ার তৈরি শক্তিশালী জিপিইউ কেনার জন্য ব্যয় হবে। তবে যদি মেটা তাদের নিজস্ব চিপ সফলভাবে ব্যবহার করতে পারে, তাহলে তারা খরচের একটি বড় অংশ সাশ্রয় করতে পারবে। এটি হলে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বড় কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হবে। সূত্র: টেকক্রাঞ্চ

সংবাদটি পঠিত হয়েছে: ৪৮ বার

এ সম্পর্কিত আরও খবর