মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ক্যাম্পাস চালু হলো লন্ডনে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, দুপুর ৪:০৯

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই নতুন এআই ক্যাম্পাসটি লন্ডনের ক্যামডেন এলাকায় অবস্থিত, যা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংসদীয় এলাকা। এখানেই গুগল তাদের ভবিষ্যতের অফিসও প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ক্যাম্পাসে ইতোমধ্যেই স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি দুই বছরের পাইলট প্রকল্প শুরু হয়েছে, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার লন্ডনে গুগলের একটি নতুন উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যাম্পাস উদ্বোধন করেছেন। এই ক্যাম্পাসটি তরুণদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটির উদ্দেশ্য হলো তাদের দ্রুত পরিবর্তনশীল এবং উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনে সহায়তা করা।

এআই ক্যাম্পাসটি গুগলের তহবিলে পরিচালিত হবে এবং এটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা দেবে, যা তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং অন্যান্য প্রযুক্তিগত দিকের গভীর ধারণা দিতে সাহায্য করবে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে প্রযুক্তি খাতে তাদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখতে উৎসাহিত করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই নতুন এআই ক্যাম্পাসটি লন্ডনের ক্যামডেন এলাকায় অবস্থিত, যা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংসদীয় এলাকা। এখানেই গুগল তাদের ভবিষ্যতের অফিসও প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ক্যাম্পাসে ইতোমধ্যেই স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি দুই বছরের পাইলট প্রকল্প শুরু হয়েছে, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবেন।

প্রথম ব্যাচে ১৬-১৮ বছর বয়সী ৩২ জন শিক্ষার্থী এআই ও মেশিন লার্নিং সংক্রান্ত রিসোর্স ব্যবহারের সুযোগ এবং গুগলের এআই কোম্পানি ডিপমাইন্ডের মেন্টরশিপ সুবিধা পাবেন।

গুগল জানিয়েছে, শিক্ষার্থীরা স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান এবং শিল্পকলার মতো ক্ষেত্রগুলোতে এআই প্রয়োগ সংক্রান্ত প্রকল্পে কাজ করবেন।

প্রধানমন্ত্রী স্টারমার এই উদ্যোগকে “একটি যুগান্তকারী মুহূর্ত” বলে অভিহিত করে বলেন, “এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে এআই যে ভবিষ্যতের অংশ সেটি বুঝতে উৎসাহিত করবে।”

গুগলের যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর ডেবি ওয়েইনস্টাইন ঘোষণা করেছেন, যুক্তরাজ্যজুড়ে একটি এআই লিটারেসি প্রোগ্রামের জন্য ৮,৬৫,০০০ পাউন্ড (১.১০ মিলিয়ন ডলার) তহবিল প্রদান করা হবে।

এই অর্থ রাসবেরি পাই ফাউন্ডেশন এবং প্যারেন্ট জোনের মতো দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণে ব্যবহৃত হবে। ২০২৬ সালের মধ্যে আড়াই লাখ শিক্ষার্থীকে এআই শিক্ষা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়েইনস্টাইন বলেন, “এআই-এর বিশাল সম্ভাবনাকে সবার জন্য সহজলভ্য করার লক্ষেই এই উদ্যোগ। এটি পরবর্তী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা অর্জনে সাহায্য করবে এবং যুক্তরাজ্যের ৪০০ বিলিয়ন পাউন্ডের এআই অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

সংবাদটি পঠিত হয়েছে: ২৬ বার

এ সম্পর্কিত আরও খবর