শনিবার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ


ট্রেন্ডিং

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদ্যুতের চাহিদা মেটাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুল্লি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, দুপুর ১১:০১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

পারমাণবিক শক্তি বিষয়ক স্টার্টআপ কাইরোস পাওয়ার নতুন যে সাতটি ছোট আকারের চুল্লি বসাচ্ছে, সেখান থেকে তারা পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। এ নিয়ে চুক্তিও করে ফেলেছে গুগল। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে অনলাইনে আসবে এসব চুল্লি।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে নতুন সাতটি ছোট আকারের পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা দিচ্ছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল।

কোম্পানি বলেছে, পারমাণবিক শক্তি বিষয়ক স্টার্টআপ কাইরোস পাওয়ার নতুন যে সাতটি ছোট আকারের চুল্লি বসাচ্ছে, সেখান থেকে তারা পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। এ নিয়ে চুক্তিও করে ফেলেছে গুগল। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে অনলাইনে আসবে এসব চুল্লি।

এই পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট বা বিদ্যুৎ ক্রয় চুক্তি পারমাণবিক প্রযুক্তির বিকাশে সহায়ক হিসাবে কাজ করবে। বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ২০১০ এর দশকে যেভাবে বায়ু ও সৌর শক্তিকে জনপ্রিয় করতে সাহায্য করেছে বিষয়টি ঠিক তেমন।

এরইমধ্যে পারমাণবিক শক্তি কাজে লাগাচ্ছে দুই প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট ও অ্যামাজন। কারণ, এআই দৌড়ে টিকে থাকতে বিদ্যুতের বিশাল চাহিদা মেটাতে উপযুক্ত উৎস খুঁজছে কোম্পানি দুটি। এআই সিস্টেমের জন্য বিশাল পরিমাণ বিদ্যুৎ লাগে আর এর চাপ গিয়ে পড়ছে বিদ্যুতের গ্রিড ও অবকাঠামোর উপর।

গুগল আরও বলেছে, পারমাণবিক চুল্লি থেকে পাওয়া শক্তি পরিবেশবান্ধব ও ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে, যা আমাদের বিদ্যুতের চাহিদা নির্ভরযোগ্যভাবে মেটাতে সহায়ক। এরইমধ্যে বিশ্বের বড় বড় বিজ্ঞানভিত্তিক অগ্রগতিকে শক্তিশালী করেছে এআই। একইসঙ্গে ব্যবসা ও গ্রাহকদের জন্য বিভিন্ন পরিষেবাকে উন্নত করা, জাতীয় প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এআই।

বর্তমানে বিভিন্ন এআই সিস্টেম তৈরিতে ও চালাতে প্রয়োজন অনেক বেশি শক্তির। অনুমান অনুসারে, গুগলে সার্চ করতে যতটা শক্তি লাগে, তার ১০গুণ শক্তি ব্যবহার করে চ্যাটজিপিটিতে করা প্রশ্ন।

গুগল বলছে, সহজাতভাবেই নিরাপদ হবে এসব নতুন নির্মিত পারমাণবিক চুল্লি, যেখানে পানির বদলে শীতলীকরণে ব্যবহার হবে গলিত ফ্লোরাইড লবণ। তবে নতুন এসব পারমাণবিক চুল্লি কোথায় নির্মিত হবে এর সঠিক স্থান এখনও ঘোষণা করেনি গুগল। সূত্র: দৈনিক ইন্ডিপেনডেন্ট।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৪৭ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪