বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি মিলবে স্মার্টওয়াচেও

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, দুপুর ১২:৫০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার হতে চলেছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। চ্যাপজিপিটি চালিত এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার পাওয়া যাবে স্মার্টওয়াচে। 

ওপেন এআইয়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সুবিধা এবার মিলবে স্মার্টওয়াচেও। এই সুবিধা আনলো রিয়েলমি। প্রতিষ্ঠানটির তৈরি ওয়াচ এস২ মডেলে মিলছে চ্যাটজিপিটির সুবিধা। এর আগে রিয়েলমি তাদের স্মার্টওয়াচেও চ্যাটজিপিটি চালুর ঘোষণা দিয়েছিল। রিয়েল ওয়াচ এস২ এর গোল ডিসপ্লের সঙ্গে মিলবে চমৎকার কিছু ফিচার্স।

গোল ডিসপ্লের সঙ্গে থাকবে এআই ফিচার্স। স্মার্টওয়াচেই পাবেন চ্যাটজিপিটি। বড় চমক হাজির করতে চলেছে রিয়েলমি। এতদিন স্মার্টফোনে পাওয়া যেত এআই ফিচার্স। এবার হাতঘড়িতে সেই সুবিধা উপভোগ করার সুযোগ আনল রিয়েলমি। এটিও ভারতেও লঞ্চ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থা।

সেই ২০২০ সালে রিয়েলমি ওয়াচ এস লঞ্চ হয়েছিল বাজারে। সেই ঘড়ির আপডেট মডেল হিসাবে বাজারে এসেছে ওয়াচ এস২। ইতিমধ্যে স্মার্টওয়াচের নানা ফিচার্স নিয়ে জল্পনা শুরু হয়েছে। লঞ্চ হওয়ার আগে ফাঁস হয়েছে সম্ভাব্য দামও।

রিয়েলমি ১৩ প্রো স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হয় এই স্মার্টওয়াচ। ৩০ জুলাই এই ডিভাইস বাজারে আসে।

সম্প্রতি ঘড়ি সংক্রান্ত একটি পোস্ট করেছে চীনের রিয়েলমি। নানা টেক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্মার্টওয়াচে পাওয়া যাবে গোল ডিসপ্লে। যা সচরাচর স্মার্টওয়াচের ক্ষেত্রে দেখা যায় না। এতে মিলবে লিঙ্ক ওয়াচ স্ট্র্যাপ এবং ব্লুটুথ কলিং, যা পুরনো মডেল রিয়েল ওয়াচ এস-এ ছিল না।

এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় ফিচার হতে চলেছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। চ্যাপজিপিটি চালিত এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার পাওয়া যাবে স্মার্টওয়াচে। নিঃসন্দেহে এই স্মার্টওয়াচ রিয়েলমির তরফ থেকে একটি বড় চমক।

অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে স্পোর্টস মোড এবং হেলথ মনিটরিং ফিচার। এই সুবিধাগুলো বর্তমানে সব স্মার্টওয়াচেই পাওয়া যায়। শরীরচর্চার ক্ষেত্রে এই স্মার্টওয়াচ ট্র্যাকিং ডিভাইস হিসাবে কাজে আসতে পারে। এখনও স্মার্টওয়াচের বেশি কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেনি রিয়েলমি। 

সংবাদটি পঠিত হয়েছে: ১৫৭ বার

এ সম্পর্কিত আরও খবর