সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

ক্রোম ব্রাউজারে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের ‍উপায়

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করতে হয়। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা হওয়ায় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখা জরুরি।

গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়। এর ফলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে থাকা অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে পরে নির্দিষ্ট ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা সম্ভব। ক্রোম ব্রাউজার থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যোগ করার পদ্ধতি দেখে নেগুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়।ওয়া যাক।

গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যোগ করার জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ব্রাউজারের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডস’ অপশন নির্বাচন করতে হবে।

এরপর ডানদিকে থাকা ‘গুগল পাসওয়ার্ড ম্যানেজার’ ট্যাব নির্বাচন করে পরের পৃষ্ঠার বাঁয়ে থাকা পাসওয়ার্ডস অপশনে ক্লিক করতে হবে। এবার ‘অ্যাড’ অপশনে ক্লিক করার পর ওয়েবসাইটের নাম, ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে ‘সেভ’ বাটনে ক্লিক করতে হবে। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩৮৬ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪