১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে অবৈধ কনটেন্ট রিপোর্ট করতে পারবেন, যা টেলিগ্রাম মডারেটররা পরে পর্যালোচনা করবেন।
অনেকটা নিরবেই নিজেদের কনটেন্ট মডারেশন পলিসি আপডেট করেছে মেসেজিং পরিষেবা অ্যাপ টেলিগ্রাম। এ প্ল্যাটফর্মে যথাযথ নজরদারিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ফ্রান্সে কোম্পানির প্রধান নির্বাহী পাভেল দুরভ গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ এল।
ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে অবৈধ কনটেন্ট রিপোর্ট করতে পারবেন, যা টেলিগ্রাম মডারেটররা পরে পর্যালোচনা করবেন।
টেলিগ্রাম প্ল্যাটফর্মের অবৈধ কনটেন্ট সরিয়ে ফেলার উপায় জানতে চাওয়া প্রশ্নের উত্তরে কোম্পানি জানিয়েছে, সব টেলিগ্রাম অ্যাপে রিপোর্ট বোতাম রয়েছে যা আপনাকে মডারেটরদের জন্য অবৈধ কনটেন্ট চিহ্নিত করতে দেয়, মাত্র কয়েকটি চাপে। আর এ আপডেটের মাধ্যমে সব প্রাইভেট ও গ্রুপ চ্যাটের বার্তা কেবল অংশ নেওয়া ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি থেকে প্ল্যাটফর্মটি সরে আসছে।
টেলিগ্রামের এক মুখপাত্র জানিয়েছেন, পরিবর্তনটি টেলিগ্রামের কনটেন্ট কীভাবে রিপোর্ট করা যায় সেটিই পরিষ্কার করার জন্য করা হয়েছে। এটি বড় কোনো পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
অগাস্টে প্যারিস বিমানবন্দরে গ্রেপ্তারের পর প্রথম প্রকাশ্য মন্তব্যে, টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দাবি করেন, প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের সংঘটিত অপরাধের জন্য কর্তৃপক্ষ প্রযুক্তি কর্তাদের ধরছেন, যা ভুল পদ্ধতি। পাশাপাশি, টেলিগ্রাম অপরাধীদের জন্য দারুণ আশ্রয়স্থল এ বিষয়টিও অস্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে দুরভ লিখেছেন, “কিছু সংবাদমাধ্যমে টেলিগ্রামকে নৈরাজ্যের স্বর্গরাজ্য বলে বর্ণনা করছে, যা একেবারেই অসত্য। আমরা প্রতিদিন লাখ লাখ ক্ষতিকর পোস্ট ও চ্যানেল সরিয়ে ফেলি। আমরা দৈনিক ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করি। জরুরী মডারেশনের অনুরোধগুলো দ্রুত প্রক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি হটলাইনও রয়েছে।” সূত্র:দৈনিক ইন্ডিপেনডেন্ট।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...