ছবি: সংগৃহীত
প্রদর্শনীতে পাঁচটি বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বর্তমানে কয়েকটি বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে।
এই প্রথম মোটরসাইকেলে সংযুক্ত হলো গাড়ির গিয়ার। নতুন প্রযুক্তির এ বাইক তৈরি করছে অস্ট্রিয়ার কোম্পানি কেটিএম। এতে যুক্ত করা হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বর্তমানে লাইম লাইটে থাকা অস্ট্রিয়ার অটোমোবাইল কোম্পানিটি।
জানা গেছে, কিছুদিন পরেই ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এই প্রদর্শনীতে পাঁচটি বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বর্তমানে কয়েকটি বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে।
এদিকে কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার দেখানো হয়নি। ফলে এটি এএমটি গিয়ারবক্সের ইঙ্গিত দিচ্ছে।
বেশ কিছু দিন ধরেই বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করছে হোন্ডা। আবার ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ বাজারে এনেছে।
আর বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি প্রযুক্তি ব্যবহার করে আসছে। ফলে কেটিএমের আসন্ন প্রযুক্তি বাজারে সাড়া ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...