বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

খুদে মেয়ে গণিতবিদদের নিয়ে তিন দিনের লীলাবতি ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ওইদিন রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন স্থানের ২০ জন মেয়ে। শ্রেণীভিত্তিক ক্যাটাগরিতে ক্যম্পে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদ।

১৪ মার্চ ছিলো বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন ও পাই দিবস। খুদে মেয়ে গণিতবিদদের নিয়ে দিনটিতে অনুষ্ঠিত হলো লীলাবতি ক্যাম্প।

ওইদিন রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন স্থানের ২০ জন মেয়ে। শ্রেণীভিত্তিক ক্যাটাগরিতে ক্যম্পে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদ।

সনদ তুলে দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, টালিখাতা’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান, অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক অধ্যাপক ফারজানা আলম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  সহযোগী অধ্যাপক ড. রিজওয়ানা রিয়াজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক।

আয়োজন নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, পাই দিবসে এমআইটি তাদের এক্সেপ্টেন্স পাঠায়। সেই হিসেবে গতকাল (১৪ মার্চ) আমাদের দুইজন শিক্ষার্থী এবারে সুযোগ পেয়েছে। এদের একজন ঢাকা কলেজের নাহিয়ান। ও ম্যাথ অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে ২৩ আর ২৪ সালে। অন্যজন হলি হলি ক্রসের আকতার। ও গতবার ইউরোপীয় ম্যাথ অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে।

তিনি বলেন, এ বছর আর্লি এক্সেপ্টেন্স পেয়েছে সিলেটের সৌম্য জিত। ও গতবারে ইনফরমেটিক্স অলিম্পিয়াডের স্বর্ণপদক জয়ী ও একাদশ শ্রেণিতে  পড়ে। এবারই প্রথম আমাদের তিনজনকে একবছরে নিল এমআইটি। এর আগে দুইজন করে গিয়েছে ২ বা ৩ বার। প্রতিবছরই এখন অনেকেই এমআইটসহ অনেক বিশ্ববিদ্যালয়-পূর্বে, পশ্চিমে সুযোগ পায় যারা কোন না কোন অলিম্পিয়াডে যুক্ত। এই প্ল্যাটফর্মগুলোতে যারা যুক্ত থাকে তারা তাদের উচ্চ শিক্ষার নিশানাটা পেয়ে যায়। এর মধ্যে অনেকেই শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছে-বড় টেক কোম্পানি, নিজের স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশে বিদেশের হাসপাতালসহ নানা জায়গাতেই ওরা এখন ছড়িয়ে পড়ছে।  

সংবাদটি পঠিত হয়েছে: ৯২ বার

এ সম্পর্কিত আরও খবর