বুধবার

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ


খবর

কাল হতে শুরু হচ্ছে ‘রিশকা ফেস্ট-১৪৩২’

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, রাত ১১:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষবরণ বৈসাবি উৎসব উপলক্ষে আয়োজিত চার দিনের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আয়োজক এবং শেফ টেবিলস। ক্রিয়েটিভ পার্টনার দেশের জনপ্রিয়  ফ্যাশন প্রতিষ্ঠান দেশাল।

আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) হতে রাজধানীর আলোকী কনভেনশন হলে শুরু হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রিশকা কানেক্টস-এর আয়োজনে ‘রিশকা ফেস্ট-১৪৩২’।

পহেলা বৈশাখ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের বর্ষবরণ বৈসাবি উৎসব উপলক্ষে আয়োজিত চার দিনের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আয়োজক এবং শেফ টেবিলস। ক্রিয়েটিভ পার্টনার দেশের জনপ্রিয়  ফ্যাশন প্রতিষ্ঠান দেশাল।

তরুণদের সামনে বাঙালির নববর্ষ উদযাপনের নানান আয়োজন এবং দেশীয় শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই রিশকা কানেক্টস এর এই আয়োজন।

তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে আয়োজিত ভিন্ন ধারার এই ফেস্টে চারদিন ব্যাপী  থাকছে দেশীয় শিল্প ও সংস্কৃতির  এক বৈচিত্র্যময় প্রদর্শনী ও উপস্থাপনা।

অংশগ্রহণকারী উদ্যোক্তার স্টলের সংখ্যা ৬৬। দেশীয় ঐতিহ্যসহ বিভিন্ন হস্ত ও কারুশিল্পের স্টল ছাড়াও থাকবে দেশী খাবারের স্টল। নববর্ষকে ভিন্নআঙ্গীকে উদযাপনের লক্ষ্যে মেলায় স্থান পেয়েছে দেশের বিভিন্ন চিত্রশিল্প হতে শুরু করে চলচ্চিত্র।  বৈসাবি উৎসবের অংশ হিসাবে  থাকবে পাহাড়ি গান এবং নৃত্যায়োজন।

পণ্য প্রদর্শনী ছাড়া চার দিনের এই আয়োজনে থাকছে  চারটি চলচ্চিত্র প্রদর্শনী, চারটি ব্যান্ডের সলো কনসার্ট এবং প্রাচ্যনাটের আয়োজনে নাটক, মাইমাট শো, সারদ সংগীতায়জনে অংশগ্রহণ করবে ফুলঝুরি সিস্টার্স এছাড়াও একক সংগীত পরিবেশনে থাকবে তপেশ চক্রবর্তী-অর্জুন কর এবং  ডিজে একে এস।

এছাড়া ভিন্ন ধরনের এই আয়োজনে, থাকবে আলপনা, অরিগামি ও ইকেবেনা নিয়ে চারটি ভিন্ন ভিন্ন কর্মশালা এবং প্রদর্শনী দর্শক মনোরঞ্জনে মেলা প্রাঙ্গণজুড়ে দিনভর চলবে পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, জাদু প্রদর্শন এবং আমিন হান্নান চৌধুরীর স্ট্যান্ডআপ কমেডি শো।

চলচ্চিত্র প্রদর্শনীতে থাকবে লালসালু,পথের পাঁচালী, বেদের মেয়ে জোৎস্না এবং মাটির ময়না। আকর্ষণীয় বিষয় হলো এই  চলচ্চিত্রগুলো প্রদর্শনীর পাশাপাশি থাকবে এই চলচ্চিত্রগুলো নিয়ে প্যানেল আলোচনা। আর আলোচনায়  অংশ নেবেন ফিল্ম পরিচালক তানভীর আহসান,  অনলাইনে যুক্ত থাকবেন  জনপ্রিয় চলচ্চিত্র লালসালুর পরিচালক তানভির মোকাজ্জেল।  ফ্যাশনের একাল এবং সেকাল নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবে দেশাল-এর কর্ণধার কোন আদিত্য এবং ইসরাত জাহান। ৪ দিনের এই মেলার বাজেট ১ কোটি টাকা।

বিশাল এই আয়োজনের উদ্যোক্তা ২১ বছর বয়সের রেদওয়ান মেহরাব আয়ান আয়োজন নিয়ে বলেন, ‘‘বালাংদেশ রূপ বৈচিত্র্যের দেশ। এই দেশের মানুষ স্বভাবতই সৃজনশীল। আমাদের চিত্র শিল্প, হস্তশিল্প কারুশিল্প, মৃৎশিল্প, কণ্ঠীশিল্প , অভিনয় শিল্প, সব মিলিয়ে অসাধারণ এক শিল্প সংস্কৃতি রয়েছে আমাদের। এবং প্রতিটি শিল্পেরই রয়েছে আলাদা স্বকীয়তা। যেমন রিশকা আর্ট- এই একটি চিত্র কর্মের কথাই যদি বলি, তাহলে বলল দেশের সাধারণ মানুষের কাছে সবচেয়ে পরিচিত একটি চিত্রশিল্প এটি। যথাযথ মূল্যায়নের অভাবে এমন অনেক শিল্পই হারিয়ে যাচ্ছে। আবার আমাদের দেশের ছড়িযে ছিটিয়ে থাকা বিভিন্ন নৃ-গোষ্ঠীদের ও রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এই সব শিল্প, শিল্পী এবং শিল্প পণ্যের সাথে দেশের মানুষের আত্মার সম্পর্ককে আরো জোরদার করতে আমাদের এই আয়োজন। মূলত রিশকা ফেস্ট সকল শিল্পের সাথে মানুষের যোগসূত্র তৈরির একটি প্লাটফর্ম। যেখানে শিল্প এবং শিল্প পণ্য প্রদশনী ছাড়াও থাকছে কর্মশালা যাতে মানুষ হাতে কলমে শিল্পটাকে ছুয়ে দেখতে পারে। গতবারের আয়োজনে আমরা আশাতীত সাড়া পেয়েছি। প্রায় ৮৫০০ দর্শনার্থী এসেছিল মেলায়। এবারের আমাদের প্রত্যাশা ১২০০০০ থেকে ১৫০০০।’’

আয়ান আরও বলেন, ‘‘ভিন্নভিন্ন থিম নিয়ে কাজ করতে আমরা পছন্দ করি। এবারের থিম যেমন, নববর্ষ তাই পুরো মেলাতে থাকবে বর্ষবরণের সাথে সম্পর্কিত সকল শিল্প এবং শিল্প পণ্য। আমরা মেলার সাজসজ্জায় ব্যবহার করছি বিভিন্ন মুখোশ, আলপনাসহ বিভিন্ন কারুকার্য। ভিন্ন মাত্রা যোগ করছে বৈসাবি মেলা। তরুণ এই উদ্যোক্তার আগামীর স্বপ্ন কেবল শিল্প প্রদর্শনীর এই ইভেন্টকে বিদেশ রফতানী করা যার মধ্যে সারা বিশ্বের সাথে তৈরি হবে এই দেশের শিল্প সংযোগ।’’

এছাড়াও থাকবে লাইভ কিচেন এবং কুকিং কনটেস্ট। এটি রিশকা কানেক্টস-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রিশকা ফেস্ট-এর এটি দ্বিতীয় আয়োজন। বিশাল এই আয়োজনের প্রবেশ মূল্য ৩০০ টাকা। মেলা চলবে সকাল ১১ টা হতে রাত ১১ টা পর্যন্ত।
 

সংবাদটি পঠিত হয়েছে: ১০৪ বার

এ সম্পর্কিত আরও খবর