বুধবার

ঢাকা, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

জনপ্রিয়তার শীর্ষে যেসব ইয়ারবাড

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:০৬

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

যারা আইফোন বা পিক্সেল ব্যবহার করেন তারা এয়ারপডস বা পিক্সেল বাডসের লেটেস্ট মডেল কিনতে পারেন। তবে অন্যান্য ব্র্যান্ডের এমন অনেক ইয়ারবাডস আছে যেগুলো মোটামুটি সব ডিভাইসের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নেয়। স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের সেরা পাঁচটি ইয়ারবাডস সম্পর্কে।

পকেট কিংবা ব্যাগে খুব সহজে এঁটে যায় ইয়ারবাডস। তারের জট খোলা ও মুঠোফোন বা অন্য কোনো ডিভাইসে প্লাগইনের ঝামেলা না থাকায় সাউন্ড গ্যাজেট হিসেবে এটি পছন্দের শীর্ষে। কেনার সময় ফ্যাশনের দিকটাও যাচাই করে নেন অনেকে। কিন্তু বাজারে তো অনেক ব্র্যান্ড রয়েছে।

যারা আইফোন বা পিক্সেল ব্যবহার করেন তারা এয়ারপডস বা পিক্সেল বাডসের লেটেস্ট মডেল কিনতে পারেন। তবে অন্যান্য ব্র্যান্ডের এমন অনেক ইয়ারবাডস আছে যেগুলো মোটামুটি সব ডিভাইসের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নেয়। স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের সেরা পাঁচটি ইয়ারবাডস সম্পর্কে।

সনি ডব্লিউএফ-১০০০এক্সএম৫
উন্নত এএনসি সুবিধা ও ব্যাটারি ব্যাকআপের জন্য অনেকেই পছন্দের শীর্ষে রাখছেন গত বছর বাজারে আসা ইয়ারবাডসটি। সারা দিনের ব্যাকআপসহ থাকছে নয়েজ কম-বেশি করার সুযোগ। একাধিক ডিভাইসে সংযুক্ত করা যায় এবং একটি থেকে অন্য ডিভাইসে বেশ দ্রুত কানেক্ট হয়। অ্যাপের সাহায্যে পছন্দমতো সাউন্ড প্রোফাইল তৈরি করা যায় এবং আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্লাটফর্মে ব্যবহার করা যায়।

বিটস ফিট প্রো
অ্যাপল ইনকরপোরেটেডের মালিকানাধীন বিটসের এ মডেল ২০২১ সালের শেষ নাগাদ বাজারে আনার ঘোষণা দেয়া হয়। এরপর নতুন আর কোনো মডেল আসেনি। তবু পছন্দের তালিকায় অনেকেই এখনো এটিকে শীর্ষে রাখেন। প্রধান কারণ দুটি-অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ও আরামদায়ক। পাশাপাশি ট্রান্সপারেন্সি মোড রয়েছে। এর সাহায্যে সড়কে চলার সময় আশপাশের শব্দও শোনা যাবে। তাছাড়া ২৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই।

নাথিং ইয়ার (এ)
হলুদ রঙ ও স্বচ্ছ কেসের সমন্বয়ে বাজেট ফ্রেন্ডলি ইয়ারবাডসটি এ বছর বাজারে এসেছে। দেখতে সুন্দর হওয়ায় বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। এএনসি সুবিধার পাশাপাশি থাকছে ফাস্ট চার্জিং। মোটামুটি ১০ ঘণ্টার ব্যাকআপসহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য অনেকেই এটিকে দামি ইয়ারবাডসের সঙ্গে তুলনা করছেন। একসঙ্গে দুটি ডিভাইসে সংযোগ দেয়া যায়। গেমিংয়ের ক্ষেত্রে ভালো সাউন্ড উপভোগ করা যাবে। নাথিং ফোন যারা ব্যবহার করেন তারা নাথিং এক্স অ্যাপের সাহায্যে এআই চ্যাটবট ব্যবহারের বাড়তি সুবিধা পাবেন।

অ্যাংকর সাউন্ডকোর পি ২০আই
গত বছর বাজারে আসা অ্যাংকরের ইয়ারবাডসটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাধ্যের মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটির জন্য এখনো পছন্দের শীর্ষে এটি। এএনসি সুবিধা না থাকলেও অ্যাপের মাধ্যমে সেটিংস পরিবর্তন করে নিয়ে বেশ ভালো সাউন্ড উপভোগ করা যায়। তাছাড়া মোটামুটি সব ডিভাইসের সঙ্গে সমস্যা ছাড়াই কানেক্ট হতে পারে এবং টাচ কন্ট্রোল সুবিধা রয়েছে। মোটামুটি ১০ ঘণ্টার ব্যাকআপের পাশাপাশি ‘ফাইন্ড মাই ইয়ারবাডস’ ফিচার থাকছে।

স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো 
চলতি বছর বাজারে আসা স্যামসাংয়ের এ তৃতীয় প্রজন্মের ইয়ারবাডসে আরো উন্নত কন্ট্রোল সুবিধা দেয়া হয়েছে। এতে দুর্ঘটনাবশত টাচের সম্ভাবনা আগের চেয়ে কমেছে। উন্নত এএনসি সুবিধার পাশাপাশি থাকছে পছন্দমতো নয়েজ কম-বেশি করার সুযোগ। অ্যাপের মাধ্যমে নিজের সুবিধামতো সাউন্ড সাজিয়ে নেয়া যাবে।

স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়তি সুবিধা হিসেবে কথোপকথনের সময় লাইভ ট্রান্সলেশন ফিচার পাচ্ছেন। অর্থাৎ এআই ব্যবহার করা যাবে। ২৬ ঘণ্টার ব্যাকআপসহ হাই প্রাইস রেঞ্জের ইয়ারবাডসটিতে প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি উপভোগ করা যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ১২১ বার

এ সম্পর্কিত আরও খবর