শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

জিপিএস’র বিকল্প প্রযুক্তি অনুসন্ধান করছে এফসিসি

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, দুপুর ১:০৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, জিপিএস নির্ভরশীলতা কমিয়ে আরও নিরাপদ ও উন্নত নেভিগেশন ও সময় নির্ধারণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)-এর বিকল্প প্রযুক্তি অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। সংস্থাটি আগামী ২৭ মার্চ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভোট দেবে বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, জিপিএস নির্ভরশীলতা কমিয়ে আরও নিরাপদ ও উন্নত নেভিগেশন ও সময় নির্ধারণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

জিপিএসের গুরুত্ব ও বর্তমান চ্যালেঞ্জ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, জিপিএস বর্তমানে বিশ্বব্যাপী নৌযান, বিমান, গাড়ি ও অন্যান্য যানবাহনের নেভিগেশন এবং সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি উপগ্রহ ও গ্রাউন্ড রিসিভারের মাধ্যমে কাজ করে। তবে সাম্প্রতিক সময়ে জিপিএস সিগন্যাল জ্যামিং ও স্পুফিং-এর সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন খাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে সামরিক ও বাণিজ্যিক উভয় খাতেই জিপিএসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, “একক প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের ঝুঁকিতে ফেলছে, তাই বিকল্প প্রযুক্তি উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক আইনপ্রণেতা দীর্ঘদিন ধরেই জিপিএসের বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়ে আসছেন। বিকল্প প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র জিপিএস নির্ভরশীলতা কমানোই নয়, বরং আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী পজিশনিং, নেভিগেশন ও টাইমিং (পিএনটি) ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’’

এফসিসির পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এফসিসি পরিকল্পনা করেছে যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পিএনটি প্রযুক্তির উন্নয়নকে উৎসাহিত করা হবে। এ উদ্যোগের ফলে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং সরকারি এজেন্সিগুলো বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করতে পারবে। নতুন প্রযুক্তির মধ্যে স্থল-ভিত্তিক নেভিগেশন সিস্টেম, ইনফ্রারেড প্রযুক্তি এবং অন্যান্য উন্নত সেন্সর ভিত্তিক সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত স্বাধিকার নিশ্চিত করতে জিপিএসের বিকল্প প্রযুক্তির অনুসন্ধান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ জিপিএস নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য নেভিগেশন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। সূত্র: রয়টার্স

সংবাদটি পঠিত হয়েছে: ৬৭ বার

এ সম্পর্কিত আরও খবর