১৯ মিনিট আগে
২ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
‘জেমিনি লাইভ’ ফিচারের মাধ্যমে চ্যাটবট আরও স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারকারীদের কথা বুঝতে পারবে এবং প্রাসঙ্গিক ও দ্রুত উত্তর প্রদান করতে সক্ষম হবে। এটি বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের দৈনন্দিন কাজে আরও সহজে ডিজিটাল সহায়তা পাওয়ার সুযোগ করে দেবে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম চ্যাটবট ‘জেমিনি’ এখন আরও উন্নত সুবিধা নিয়ে এসেছে। সম্প্রতি, গুগল ‘জেমিনি লাইভ’ নামের একটি নতুন ফিচার যুক্ত করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সরাসরি ভয়েসের মাধ্যমে চ্যাটবটের সঙ্গে কথা বলার সুযোগ দিচ্ছে। এর ফলে, ব্যবহারকারীরা টাইপ করার পরিবর্তে সরাসরি কথা বলে তথ্য খোঁজা, প্রশ্নের উত্তর জানা এবং বিভিন্ন পরামর্শ পাওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়, এই নতুন ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যোগাযোগকে আরও স্বাভাবিক ও গতিশীল করে তুলবে।
গুগল জানিয়েছে, ‘জেমিনি লাইভ’ ফিচারের মাধ্যমে চ্যাটবট আরও স্বতঃস্ফূর্তভাবে ব্যবহারকারীদের কথা বুঝতে পারবে এবং প্রাসঙ্গিক ও দ্রুত উত্তর প্রদান করতে সক্ষম হবে। এটি বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের দৈনন্দিন কাজে আরও সহজে ডিজিটাল সহায়তা পাওয়ার সুযোগ করে দেবে।
‘এবার জেমিনি লাইভে আলাপচারিতার সারাংশ তৈরির নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে জেমিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের উল্লেখযোগ্য তথ্যগুলো সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেমিনি লাইভে আলাপচারিতার সারাংশ তৈরির ফিচার যুক্তের জন্য কাজ করছে গুগল। জেমিনির অ্যান্ড্রয়েড অ্যাপের ‘১৬.৬.২৩’ বেটা সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) বিশ্লেষণের সময় নতুন এ ফিচারের খবর পাওয়া গেছে।
‘এখনই বেটা সংস্করণ ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন না। প্রকাশিত স্ক্রিনশট অনুযায়ী, আলাপচারিতা শেষ হওয়ার পর জেমিনি অ্যাপের নিচের বাঁ কোনায় ছোট একটি বক্সে সারাংশ দেখা যাবে।’
অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, আলাপচারিতার সারাংশ তৈরির সুবিধাটি মূলত ‘টু-ওয়ে অডিও’ আলাপচারিতার উল্লেখযোগ্য তথ্যগুলো পয়েন্ট আকারে দেখাবে। ফলে সহজেই ব্যক্তিগত কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে জেমিনি চ্যাটবট ব্যবহার করা যাবে। সূত্র: নিউজ১৮, অ্যান্ড্রয়েড অথরিটি।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...