১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
প্রতিযোগিতায় ডুয়েট থেকে মোট চারটি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো ডুয়েট পিথাগোরাস (DUET pythagoras), ডুয়েট কগনেট (DUET Cogent), ডুয়েট ইনফিনট্রন (DUET Infinitron) এবং ডুয়েট বটস (DUET BoTs)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলায় এবারের রোবটিক্স প্রতিযোগিতায় প্রথম হয়েছে ঢাকা প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত এই মেলায় চ্যাম্পিয়ন হয় ‘ডুয়েট বটস’ (DUET BoTs) দল।
প্রতিযোগিতায় ডুয়েট থেকে মোট চারটি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো ডুয়েট পিথাগোরাস (DUET pythagoras), ডুয়েট কগনেট (DUET Cogent), ডুয়েট ইনফিনট্রন (DUET Infinitron) এবং ডুয়েট বটস (DUET BoTs)।
দেশের ৫০ টিরও বেশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতেক দলের মধ্যে চ্যাম্পিয়ন ডুয়েট বটস দলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কিবরিয়া এর নেতৃত্বে অংশ নেনন একই বিভাগের ছাত্রী মেহেরুন নেসা এবং যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র মো. রাকিব উদ্দিন।
শনিবার দিনব্যাপী প্রতিযোগিতার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। জাবি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং অধ্যাপক ড. মো. আব্দুর রব।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...