৪ ঘন্টা আগে
৪ ঘন্টা আগে
৪ ঘন্টা আগে
৫ ঘন্টা আগে
৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায় না হলে সুষম উন্নয়ন সম্ভব না। এ সময় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন ও সংসদীয় ককাসের দাবি করেন তিনি।
দেশের প্রান্তিক ৩ কোটি জনগোষ্ঠীর মধ্যে এক কোটি দলিত জনগোষ্ঠী যারা স্বাস্থ্য, শিক্ষাসহ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। জাতীয় সংসদসহ কোথাও এ জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। দলিতদের জন্য সংসদীয় আসন সংরক্ষণ প্রয়োজন বলে মনে করেন পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর অধিকারকর্মী বিকাশ কুমার।
রবিবার (২৪ ডিসেম্বর) ইউএসএআইডির পক্ষ থেকে রাজধানীর ডেইলি স্টার ভবনে দলিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে অনলাইনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। স্বশরীরে সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী আরমা দত্তসহ প্রান্তিক মানুষের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায় না হলে সুষম উন্নয়ন সম্ভব না। এ সময় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন ও সংসদীয় ককাসের দাবি করেন তিনি।
এদিকে দলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদের অধিকার রক্ষায় সংসদে আইন প্রণয়নের বিষয়ে জানতে চাওয়া হয়। এ বিষয়ে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'আইনে কিছু ব্যাপারে ঘাটতি আছে। যেমন-অপরাধ সংঘটিত হলে কী হবে সেটা সম্পর্কে বলা নেই। নতুন সংসদ গঠিত হলে আমি নির্বাচিত হলে এটা নিয়ে আবার কথা বলবো।'
অন্যদিকে আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি থাকবে কী না -এমন প্রশ্ন করা হলে জবাবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, 'প্রতিশ্রুতি থাকবে কী না সেটা আগেই বলা সম্ভব না। তবে প্রতিশ্রুতি যদি নাও থাকে তবে ভালো কাজের বাস্তবায়ন করা যাবে না এমনটিও নয়। আমি আমার জায়গা থেকে কাজ করে যাবো।'
এছাড়াও বৈঠকে সমাজের মূলধারায় ফিরতে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠী বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে। সুপারিশগুলো হলো-
১. শিক্ষা ঋণ ও কারিগরি প্রশিক্ষণসহ বিশেষ সেবা চালু করা।
২. শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটার ব্যবস্থা করা।
৩. রাজনৈতিক দলে ও সরকারে প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগী হওয়া।
৪. বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা।
৫. সব নাগরিকের জন্য সবুজ, সুন্দর ও টেকসই নগরায়নে বিনিয়োগ করা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...