শনিবার

ঢাকা, ১৫ মার্চ ২০২৫

সর্বশেষ


খবর

ইউটিউবে ভিডিও জনপ্রিয় করার কৌশল নিয়ে প্রশিক্ষণ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৫৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভিডিও কনটেন্ট বা আধেয় নির্মাতাদের ইউটিউবে ভিডিও জনপ্রিয় করার কৌশল শেখাতে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ত্ত করছেন অনেকে। তবে ইউটিউবে দীর্ঘদিন ভালোমানের ভিডিও প্রকাশ করলেও সেগুলোর দর্শকসংখ্যা (ভিউ) বেশি হয় না অনেকের। কিন্তু কেউ আবার একটি বা দুটি ভিডিও প্রকাশ করেই রাতারাতি ইউটিউব তারকায় পরিণত হয়ে যাচ্ছেন।

আর তাই বাংলাদেশের ভিডিও কনটেন্ট বা আধেয় নির্মাতাদের ইউটিউবে ভিডিও জনপ্রিয় করার কৌশল শেখাতে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

‘ইউটিউব অ্যাকাডেমি ১.০’ শীর্ষক এ বুটক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব তারকারা অংশ নেন।

বুটক্যাম্পে জানানো হয়, বাংলাদেশে ১০ হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকা ইউটিউব চ্যানেলের সংখ্যা প্রায় ৬০ হাজার। বাংলাদেশ থেকে অনেক ইউটিউব নির্মাতা আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছেন। উদীয়মান নির্মাতাদের বৈশ্বিক দর্শককে আকর্ষণ করার কৌশল শেখানোর পাশাপাশি ভিডিও জনপ্রিয় করার বিভিন্ন পদ্ধতি শেখাতে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের কার্যকর ভিডিও তৈরির কৌশল, ভিডিও প্রকাশের নানা ধরন থেকে শুরু করে অ্যানালাইটিকস ব্যবহারের কৌশল হাতে-কলমে শেখানো হয়েছে।

বুটক্যাম্পে বক্তব্য দেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ফারজানা আক্তার (ফারজানা ড্রয়িং একাডেমি), লিটন আলী খান (ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং), ওমর সানি সম্রাট (এসএস ফুড চ্যালেঞ্জ), রাফসান (দ্য ছোট ভাই) ও নাফিস সেলিম। তাঁরা নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও তৈরির গল্প ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

ফারজানা ড্রয়িং একাডেমির নির্মাতা ফারজানা আক্তার বলেন, ‘আমি নিজের আগ্রহের বিষয়টি ইউটিউবে তুলে ধরার চেষ্টা করতে থাকি। ধীরে ধীরে দর্শকেরা আমার চ্যানেলে ভিড় জমাতে থাকেন। ২০১৬ সালে শুরু করা আমার চ্যানেলটিতে বর্তমানে ১ কোটি ৫৩ লাখ সাবস্ক্রাইবার রয়েছেন।’

ভিলেজ গ্র্যান্ডপাস কুকিংয়ের নির্মাতা লিটন আলী খান বলেন, ‘আমি আমার গ্রামের তরুণদের কিছু অর্থ আয়ের জন্য ভিডিও নির্মাণ শুরু করি। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে প্রায় ১৯ লাখ ৫০ হাজার।’

ইউটিউব ইন্ডিয়া, সাউথ এশিয়া অ্যান্ড ইমার্জিং মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক অজয় বিদ্যাসাগর বুটক্যাম্প সম্পর্কে বলেন, `ইউটিউব বাংলাদেশি নির্মাতাদের উৎসাহিত করার জন্য কাজ করছে। এই বুটক্যাম্প স্থানীয় নির্মাতাদের দক্ষতা বাড়াতে একটি টেকসই প্রচেষ্টার সূচনা। আমরা বাংলাদেশের নির্মাতাদের বৈশ্বিক পরিমণ্ডলে আসার জন্য সুযোগ তৈরি করতে পেরে আনন্দিত।’
 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮ বার

এ সম্পর্কিত আরও খবর