মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা, দায় স্বীকার ইসরায়েলি হ্যাকার দলের

প্রকাশ: ১৭ জুন ২০২৫, বিকাল ৬:৫১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: আনস্প্ল্যাশ

সেপাহ ব্যাংকের অবকাঠামো লক্ষ্য করে চালানো সাইবার হামলায় প্রতিষ্ঠানটির অনলাইন সেবা বাধাগ্রস্ত হয়েছে

সাইবার হামলায় ইরানের সেপাহ ব্যাংকের অনলাইন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি সাইবার হামলার কবলে পড়ল। এদিকে হ্যাকিংয়ের দায় স্বীকার করে ব্যাংকের সব তথ্য মুছে ফেলার দাবি করেছে এক ইসরায়েলি হ্যাকার দল।

ইরানের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, ‘সেপাহ ব্যাংকের অবকাঠামো লক্ষ্য করে চালানো সাইবার হামলায় প্রতিষ্ঠানটির অনলাইন সেবা বাধাগ্রস্ত হয়েছে।’

হ্যাকিংয়ের ঘটনায় সৃষ্ট সমস্যা পরবর্তী কয়েক ঘণ্টায় সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়।

তবে ‘গনজেশকে দারানদে’ বা ‘শিকারী চড়ুই’ নামে পরিচিত এক ইসরায়েল-সম্পৃক্ত হ্যাকার দল সাইবার হামলার দায় স্বীকার করে বলেছে যে তারা মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা সেপাহ ব্যাংকের সব তথ্য মুছে ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গনজেশকে দারানদে লিখেছে, ‘সেপাহ ব্যাংক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে চলা এক প্রতিষ্ঠান। ইরানের জনগণের অর্থ দিয়ে দেশটির শাসকদের সন্ত্রাসী কার্যক্রম, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক পারমাণবিক কর্মসূচিতে অর্থের যোগান দিয়ে আসছিল তারা। শাসকগোষ্ঠীর সন্ত্রাসমূলক ফ্যান্টাসি পূরণে নিবেদিত প্রতিষ্ঠানের কপালে এটাই জোটে। আমরা সাহসী ইরানিদের ধন্যবাদ দিতে চাই যাদের সাহায্যে এটা সম্ভব হয়েছে।’

সাম্প্রতিক বছরগুলোতে ইরানে পরিচালিত বেশ কয়েকটি সাইবার হামলার দায় স্বীকার করেছে গনজেশকে দারানদে, যার মধ্যে গ্যাস স্টেশন ও স্টিল কারখানায় সাইবার হামলার ঘটনাও আছে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৯ বার

এ সম্পর্কিত আরও খবর