মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিটকয়েনের দামে নিম্নগতি কেন

প্রকাশ: ২৩ জুন ২০২৫, বিকাল ৫:০১

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: আনস্প্ল্যাশ

ক্রিপ্টোকারেন্সি বিক্রির এই ঝোঁকের পেছনে ভূরাজনৈতিক ধাক্কা এবং সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ কাজ করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনাবৃদ্ধি এবং এর ফলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় গত কয়েক দিনে বিটকয়েন বিক্রির হিড়িক দেখা দেয়। এতে ডিজিটাল মুদ্রাটির মূল্য গত এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গতকাল রোববার ক্রিপ্টোকারেন্সিটির দাম ৯৯ হাজার ডলারের কম ছিল। খবর সিএনবিসির।

ডিজিটাল মুদ্রার বাজারে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব প্রথমে পড়ে বলে বিটকয়েনের দামে এই নিম্নগতি। পাশাপাশি সোলানা, এক্সআরপি এবং ডোজকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রার দামও বেশ কমেছে এই সময়ে।

রোববার দিনশেষে ডিজিটাল মুদ্রার বাজার কিছুটা পুনরুদ্ধারের পথে ছিল। সে সময় বিটকয়েনের দাম ১ লাখ ১ হাজার ডলারের কিছুটা কম ছিল।

ক্রিপ্টোকারেন্সি বিক্রির এই ঝোঁকের পেছনে ভূরাজনৈতিক ধাক্কা এবং সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ কাজ করেছে।

বাণিজ্যিক গুরুত্ববহ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়। প্রণালিটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে তেলের দাম ব্যারেল প্রতি ১৩০ ডলারে উঠতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রতিষ্ঠান জেপিমরগ্যান। আর দাম এতটা বাড়লে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ফের ৫ শতাংশে উঠতে পারে। ২০২৩ সালের মার্চের পর যা আর দেখা যায়নি।

সংবাদটি পঠিত হয়েছে: ৪৭ বার

এ সম্পর্কিত আরও খবর