৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: ইরানে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করেছেন ইলন মাস্ক
ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির উল্লেখ করে শুক্রবার সকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান। এতে দেশটির মানুষদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যহত হয়। এমন পরিস্থিতিতে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেন ইলন মাস্ক
ইরান সরকার দেশটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ায় সেখানে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর পোস্টের উত্তরে মাস্ক নিজেই এ কথা বলেন। সংযোগ চালুর খবর দিয়ে মাস্ক লেখেন, ‘দ্য বিমস আর অন।’
ইসরায়েলি হামলার পর নিরাপত্তা পরিস্থিতির উল্লেখ করে শুক্রবার সকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান। এতে দেশটির মানুষদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যহত হয়। এমন পরিস্থিতিতে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেন ইলন মাস্ক।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েল। এরপর ইরান ইসরায়েল পাল্টা হামলা চালালে দেশদুটির মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।
ইসরায়েলের এই হামলা ইরানের শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সুযোগ তৈরি করতে পারে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি সূত্রের বরাত দিয়ে লিখেছে ওয়াশিংটন টাইমস। সংবাদমাধ্যমটি আরও বলেছে, সম্ভাব্য আন্দোলন প্রতিহত করতেই ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...