মঙ্গলবার

ঢাকা, ৮ জুলাই ২০২৫

সর্বশেষ


খবর

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতিতে বাড়ছে বিটকয়েনের দর

প্রকাশ: ২৫ জুন ২০২৫, বিকাল ৬:২৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: পিক্সাবে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় মানুষ ফের ক্রিপ্টোর বাজারমুখী হতে শুরু করে। ঝুঁকি গ্রহণের প্রবণতাও বাড়তে থাকে তাদের মধ্যে। এর প্রভাব শেয়ারবাজারেও দেখা যায়। তবে ক্রিপ্টোকারেন্সির দরবৃদ্ধির সেটিই একমাত্র কারণ না।

প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দাম বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুরের মধ্যে বিটকয়েনের দাম ১ লাখ ৫ হাজার ডলার ছাড়িয়ে যায়। ইথারের দামও ফের ২ হাজার ৪০০ ডলারের উপরে উঠতে শুরু করে। আর এক্সআরপি পৌঁছেছে ২ দশমিক ১৯ ডলারে। খবর সিএনবিসির।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় মানুষ ফের ক্রিপ্টোর বাজারমুখী হতে শুরু করে। ঝুঁকি গ্রহণের প্রবণতাও বাড়তে থাকে তাদের মধ্যে। এর প্রভাব শেয়ারবাজারেও দেখা যায়। তবে ক্রিপ্টোকারেন্সির দরবৃদ্ধির সেটিই একমাত্র কারণ না।

রিপাবলিকান সিনেটররা কংগ্রেসে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি বড় আইন উত্থাপন করেছেন। কখন একটি ক্রিপ্টো সম্পদ হিসেবেএবং কখন সিকিউরিটি হিসেবে গণ্য হবে, তা এই আইনে নির্ধারিত হবে। এতে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনের সঙ্গে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবে এবং ডিজিটাল সম্পদের উপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রণ কমে যাবে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলারের ক্রিপ্টোকারেন্সির বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পরিকল্পনার ঠিক বিপরীত।

নতুন এই ফ্রেমওয়ার্ক পেশ করেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট এবং ওয়াইওমিং অঙ্গরাজ্যের সিনেটর সিনথিয়া লুমিস। রবিনহুডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্লাদ তেনেভ সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বলেন, ক্রিপ্টোকারেন্সির বাজারে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনরুদ্ধারের জন্য পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপসহ অন্যান্য বাজারের তুলনায় যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে মত তার।

সিনেটে স্টেবলকয়েন নিয়ে একটি আইন পাস হয় গত সপ্তাহে, যা ক্রিপ্টোকারেন্সির জন্য প্রথম বড় বিজয় বলে মনে করা হয়। বিলটি এখন বিবেচনার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাঠানো হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৬৩ বার

এ সম্পর্কিত আরও খবর