৪ ঘন্টা আগে
৮ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
এআই দিয়ে তৈরি ডজন ডজন ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কনটেন্টগুলোতে যুদ্ধজয়ের প্রতিফলন আছে, সেটা উভয়পক্ষ থেকেই। এমনকি দুই দেশের অফিশিয়াল বিভিন্ন সংস্থার অফিশিয়াল অ্যাকাউন্টগুলো থেকেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই দেখা দিয়েছে আরেক শঙ্কা। দুই দেশের সামরিক বাহিনীর এই লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভুয়া তথ্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে। আর এই কাজে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য যাচাই সেবা বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানে দেখা গেছে, এআই দিয়ে তৈরি ডজন ডজন ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কনটেন্টগুলোতে যুদ্ধজয়ের প্রতিফলন আছে, সেটা উভয়পক্ষ থেকেই। এমনকি দুই দেশের অফিশিয়াল বিভিন্ন সংস্থার অফিশিয়াল অ্যাকাউন্টগুলো থেকেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
ইরানের পক্ষে ছড়ানো কনটেন্টগুলোতে দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়ে দেখানো হচ্ছে। ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের যতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তারচেয়ে বেশি দেখানো হচ্ছে। ভূপাতিত ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি দেখা তিনটি নকল ভিডিওর মোট ভিউ ১০ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি, ইসরায়েলের পক্ষে ছড়ানো কনটেন্টগুলোতে পুরোনো ভিডিও ক্লিপ বর্তমানের বলে চালানো হচ্ছে। কিছু ভাইরাল কনটেন্ট পরে যাচাই করে দেখা গেছে সেগুলো ভিডিও গেম থেকে সংগ্রহ করা হয়েছে।
প্রত্যেক যুদ্ধ ঘিরেই অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে বিশ্লেষকরা বলছেন, ভুয়া কনটেন্ট তৈরিতে জেনারেটিভ এআইয়ের ব্যাপক ব্যবহার এবারই প্রথম। কেউ কেউ তাদের পেজের এনগেজমেন্ট বাড়িয়ে আয়ের আশায় ভুয়া কনটেন্টগুলো ছড়িয়েছেন। অনেকের অবশ্য ভুয়া তথ্য ছড়ানোই উদ্দেশ্য ছিল। এতে সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এক্সের (সাবেক টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক যেমন ভুয়া ভিডিওগুলোকে ভুলক্রমে আসল বলে চালিয়ে দিচ্ছে।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...