রবিবার

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ


অন্যান্য

ইন্টারনেট সোসাইটির নতুন সভাপতি নাদির বিন আলী

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, বিকাল ৭:২৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মো. জাহাঙ্গির হোসেন, ফিলিপাইন চ্যাপ্টারের বোর্ড সদস্য ড. এরিস ইগনাসিও এবং কলকাতা চ্যাপ্টারের সহসভাপতি প্রিয়তোষ জানা।

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের ২০২৪-২৫ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রার ও ইন্টারনেট কমিউনিটির অন্যতম পথিকৃৎ ড. মোহাম্মদ নাদির বিন আলী।

শিক্ষাজীবনে তিনি মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি, চট্রগাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর অর্জন করেন।

এরপর মালয়শিয়ার ইউএসআইএম থেকে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সম্মেলন এবং কর্মশালায় তিনি অংশগ্রহণ ও পরিচালনা করেছেন। তার নামে অসংখ্য গবেষণাপত্র ও প্রকাশনা রয়েছে।

এছাড়া ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত তার বিষয়ভিত্তিক কাজের প্রতিফলন বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত হয়েছে। তিনি ১৯৭৩ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মো. জাহাঙ্গির হোসেন, ফিলিপাইন চ্যাপ্টারের বোর্ড সদস্য ড. এরিস ইগনাসিও এবং কলকাতা চ্যাপ্টারের সহসভাপতি প্রিয়তোষ জানা।

গেল ১৩-২৩ ডিসেম্বর অনলাইনে নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং ২৪ ডিসেম্বর ২০২৩ ইং ফলাফল প্রকাশ করা হয়।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৪১ বার

এ সম্পর্কিত আরও খবর