বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


গ্যাজেট

নিষেধাজ্ঞা তুলতে

ইন্দোনেশিয়ায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, দুপুর ৪:৩০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া অ্যাপলকে তাদের প্রতিশ্রুত ১.৭১ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১০৭ মিলিয়ন ডলার) স্থানীয় গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে বিনিয়োগ না করার কারণে আইফোন ১৬ সিরিজ নিষিদ্ধ করেছিল।

অ্যাপল ঘোষণা দিয়েছে যে তারা ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ সিরিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আগামী দুই বছরে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

গত মাসে, ইন্দোনেশিয়া অ্যাপলকে তাদের প্রতিশ্রুত ১.৭১ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১০৭ মিলিয়ন ডলার) স্থানীয় গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে বিনিয়োগ না করার কারণে আইফোন ১৬ সিরিজ নিষিদ্ধ করেছিল।

এ মাসের শুরুতে অ্যাপল বান্দুং শহরে একটি অ্যাক্সেসরিজ ও কম্পোনেন্ট উৎপাদন কারখানা স্থাপনে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। তবে আজ তারা এই বিনিয়োগের পরিমাণ দশগুণ বাড়িয়ে ১০০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে, যা প্রায় আগের প্রতিশ্রুত বিনিয়োগের সমান।

অ্যাপলের ১০০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ কোথায় খরচ হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে তাদের উৎপাদন পার্টনার ফক্সকনকে ইন্দোনেশিয়ায় অ্যাসেম্বলি লাইন স্থাপনের জন্য আহ্বান জানানো।

এই বিনিয়োগ ইন্দোনেশিয়ায় অ্যাপলের অবস্থান পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: জিএসএম এরিনা

সংবাদটি পঠিত হয়েছে: ৯২ বার

এ সম্পর্কিত আরও খবর