১ ঘন্টা আগে
৩ ঘন্টা আগে
১ দিন আগে
ছবি: সংগৃহীত
এআই ব্যবহারকারীরা ‘গ্রোক ৩’ নিয়ে খুব আগ্রহী। কেননা, গত বছর জুলাই’তে মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে জানায় যে, ‘গ্রোক ৩’ স্পেশাল মডেলটির প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া’র এআই সক্ষমতার ১ লাখ এইচ১০০ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) এবং ২০২৪ সালের শেষ নাগাদ মডেলটি রিলিজ করা হবে।
বিলিয়নিয়ার ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই ডিসেম্বরে তাদের ‘গ্রোক ২’ চ্যাটবট এক্স প্ল্যাটফর্মের নন-পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। সেসাথে নতুন ইমেজ জেনারেটর আই মডেল ‘অরোরা’ প্রকাশ করে। তবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক ৩’ মডেলটি তারা গত বছরের শেষে রিলিজ করার কথা জানালেও সফল হতে পারেনি।
এআই ব্যবহারকারীরা ‘গ্রোক ৩’ নিয়ে খুব আগ্রহী। কেননা, গত বছর জুলাই’তে মাস্ক তাঁর এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে জানায় যে, ‘গ্রোক ৩’ স্পেশাল মডেলটির প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া’র এআই সক্ষমতার ১ লাখ এইচ১০০ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) এবং ২০২৪ সালের শেষ নাগাদ মডেলটি রিলিজ করা হবে।
ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি বলেছিলেন, ‘এটি এআই খাতে বড় একটি পদক্ষেপ।’
রবিবার রয়টার্সের প্রতিবেদনে ইলন মাস্ক জানান, তার কোম্পানি এক্সএআইয়ের নতুন এআই চ্যাটবট ‘গ্রোক ৩’ সোমবার প্রকাশ করা হবে। এটি চ্যাটজিপিটির একটি প্রতিদ্বন্দ্বী হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি), এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, ‘গ্রোক ৩’-এর লাইভ ডেমো সোমবার রাত ৮টা (প্যাসিফিক সময়) বা মঙ্গলবার সকাল ১০টা (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।
সপ্তাহের শুরুতে মাস্ক বলেন, ‘গ্রোক ৩ শেষ ধাপে আছে এবং শিগগিরই প্রকাশ করা হবে।’ অবশেষে এর উন্মোচনের তারিখ ঘোষণা করা হলো।
২০২৩ সালে মাস্ক এক্সএআই প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য চ্যাটজিপিটির মতো শক্তিশালী এআই মডেল তৈরি করা।
‘গ্রোক ৩’ মডেলটির উন্নয়নে গ্রোক ২-এর তুলনায় ১০ গুণ বেশি কম্পিউটিং শক্তি ব্যবহার করা হচ্ছে এবং এটি শিগগিরই ২০ গুণে উন্নীত হতে পারে। সূত্র: রয়টার্স।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...