৩ ঘন্টা আগে
৭ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: ট্রাম্প মোবাইলের প্রথম স্মার্টফোন। সংগৃহীত
৪৯৯ ডলারের একটি সোনালি রঙের স্মার্টফোনের পাশাপাশি মাসে ৪৭.৪৫ ডলারের মোবাইল নেটওয়ার্ক সেবা চালুর ঘোষণাও আসে গতকাল সোমবার। উল্লেখ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট
গুঞ্জনের মধ্যেই বাজারে মুঠোফোন আনার ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। ৪৯৯ ডলারের একটি সোনালি রঙের স্মার্টফোনের পাশাপাশি মাসে ৪৭.৪৫ ডলারের মোবাইল নেটওয়ার্ক সেবা চালুর ঘোষণাও আসে গতকাল সোমবার। উল্লেখ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট।
ট্রাম্প মোবাইল নামের নতুন এই সেবা কিছুটা রক্ষণশীল গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, ট্রাম্পের নতুন প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তৈরি মুঠোফোন বিক্রি করবে। তাদের কলসেন্টারগুলোও যুক্তরাষ্ট্র থেকেই পরিচালিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সিংহভাগ ব্যবসা পরিচালিত হয় ট্রাম্প অর্গানাইজেশনের মাধ্যমে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের আগে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ তার সন্তানদের কাছে হস্তান্তর করা হয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়েও একই ব্যবস্থা বলবৎ ছিল। স্বার্থের দ্বন্দ্বের একটি প্রশ্ন বারবার আসছে কারণ নিয়ন্ত্রণ না থাকলেও ট্রাম্প স্বয়ং এই প্রতিষ্ঠানগুলো থেকে লাভবান হবেন।
রিয়েল এস্টেট, ব্যয়বহুল হোটেল এবং গলফ রিসোর্টের মতো ব্যবসায়ের জন্য অনেক আগে থেকেই ট্রাম্প পরিবারের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে ডিজিটাল মিডিয়া ও ক্রিপ্টোকারেন্সির মতো নতুন উদ্যোগে বিনিয়োগ করতে দেখা গেছে তাদের। আর এবার এল মোবাইল নেটওয়ার্ক ও স্মার্টফোন বাজারে আনার খবর।
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...