২ ঘন্টা আগে
৬ ঘন্টা আগে
১৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
নতুন প্রযুক্তিটি ‘জারভিস’ নামের প্রকল্পের আওতায় ডেভেলপ করছে গুগল। এটি আগামী ডিসেম্বর মাসে উন্মোচন করা হতে পারে। গুগলের নতুন প্রজন্মের জেমিনি মডেলের মাধ্যমে জারভিস পরিচালিত হবে এবং এটি বিশেষভাবে ক্রোম ব্রাউজারের জন্য ডিজাইন করা হয়েছে।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রযুক্তি তৈরি করছে গুগল। এই প্রযুক্তি ওয়েব ব্রাউজার নিয়ন্ত্রণ করে গবেষণা, তথ্য সংগ্রহ, কেনাকাটা, ফ্লাইট বুকিংয়ের মতো কাজ ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন এসব তথ্য জানিয়েছে।
নতুন প্রযুক্তিটি ‘জারভিস’ নামের প্রকল্পের আওতায় ডেভেলপ করছে গুগল। এটি আগামী ডিসেম্বর মাসে উন্মোচন করা হতে পারে। গুগলের নতুন প্রজন্মের জেমিনি মডেলের মাধ্যমে জারভিস পরিচালিত হবে এবং এটি বিশেষভাবে ক্রোম ব্রাউজারের জন্য ডিজাইন করা হয়েছে।
ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, টুলটি ব্যবহারকারীদের ‘ওয়েবভিত্তিক’ দৈনন্দিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে সাহায্য করবে। এটি বিভিন্ন স্ক্রিনশট নিয়ে তা বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন বাটনে ক্লিক করতে পারবে বা এই প্রযুক্তি টেক্সট লিখতে পারবে। টুলটি কাজগুলো করতে ‘কয়েক সেকেন্ড’ সময় নেয়।
বিশ্বের বৃহত্তম এআই কোম্পানিগুলো একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারীদের সঙ্গে ওয়েবপেজের বিষয়বস্তু নিয়ে কথা বলার সুযোগ দেবে মাইক্রোসফটের কো-পাইলট ভিশন। ভবিষ্যতে অ্যাপলের বুদ্ধিমত্তা স্ক্রিনে যা আছে, তা সম্পর্কে অবগত থাকবে এবং আগামী বছরের মধ্যে বিভিন্ন অ্যাপের মধ্যে কাজ করতে পারবে।
অন্যদিকে এনথ্রপিক তাদের নতুন এআই মডেল ‘ক্লদ’-এর আপডেট প্রকাশ করেছে, যা সরাসরি কোনো ব্যক্তির কম্পিউটার বা ব্রাউজারের সঙ্গে যোগাযোগ করবে। তবে এই মডেল ব্যবহার করা এখনো অনেক জটিল। ওপেনএআইও এ ধরনের সংস্করণ তৈরির চেষ্টা করছে।
তবে গুগলের পরিকল্পনা অনুযায়ী জারভিস ডিসেম্বর মাসে উন্মোচনের পরিকল্পনা থাকলেও এই সময়সীমা পরিবর্তন হতে পারে। পুরোপুরি টুলটি উন্মোচনের আগে কোম্পানিটি নির্দিষ্ট কিছু মানুষকে ব্যবহার করতে দিতে পারে। এর ফলে ত্রুটিগুলো শনাক্ত করা যাবে। তথ্যসূত্র: দ্য ভার্জ
ক্যানন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ক্যামেরা, ইমেজিং ও প্রিন্টিং পণ্যের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বিশ্বজুড়ে। জাপানে...