ছবি: সংগৃহীত
এখন শাওমি এবং ওয়ানপ্লাসের নির্দিষ্ট কিছু মডেলেও অ্যান্ড্রয়েড ১৬ বিটা ভার্সন ইনস্টল করা যাবে। এর মধ্যে রয়েছে শাওমি ১৫, শাওমি ১৪ প্রো, এবং ওয়ানপ্লাস ১৩। এই ডিভাইসগুলোর ব্যবহারকারীরা চাইলে গুগলের বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আগাম ফিচারগুলো যাচাই করতে পারবেন।
গুগলের পরবর্তী অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৬’-এর বিটা ভার্সন এখন পিক্সেল ফোন ছাড়াও আরও কিছু জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে ব্যবহারযোগ্য হয়েছে। সম্প্রতি গুগলের বিটা প্রোগ্রামে শাওমি এবং ওয়ানপ্লাস-ও যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারগুলো আগেভাগে পরীক্ষা করার সুযোগ এনে দিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) গিজমোচায়নার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েড ১৬ চালু করা হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে গুগল আনুষ্ঠানিকভাবে এর পাবলিক বিটা সংস্করণ প্রকাশ করে, যা শুরুতে কেবল পিক্সেল সিরিজের জন্য উন্মুক্ত ছিল।
নতুন আপডেট অনুযায়ী, এখন শাওমি এবং ওয়ানপ্লাসের নির্দিষ্ট কিছু মডেলেও অ্যান্ড্রয়েড ১৬ বিটা ভার্সন ইনস্টল করা যাবে। এর মধ্যে রয়েছে শাওমি ১৫, শাওমি ১৪ প্রো, এবং ওয়ানপ্লাস ১৩। এই ডিভাইসগুলোর ব্যবহারকারীরা চাইলে গুগলের বিটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আগাম ফিচারগুলো যাচাই করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ১৬-এ উন্নত নিরাপত্তা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং ব্যবহারবান্ধব ইন্টারফেসসহ একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। তবে চূড়ান্ত সংস্করণ বাজারে আসার আগে বিটা ভার্সনে এসব ফিচারের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
এই আপডেটের মাধ্যমে শাওমি ও ওয়ানপ্লাস ব্যবহারকারীরা পিক্সেল ফোন ব্যবহারকারীদের মতোই গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা গ্রহণ করতে পারছেন, যা এই দুটি ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: গিজমোচায়না
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...