বুধবার

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবির লেখা অনুবাদ করার উপায়

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, দুপুর ২:৩৮

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ছবিতে থাকা লেখা অনুবাদের জন্য প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করে ছবির ভাষা ও অনুবাদ করার ভাষা নির্বাচন করতে হবে।

গুগল ট্রান্সলেটের সুবিধা ব্যবহার করে এক ভাষার শব্দ বা বাক্যকে সহজেই অন্য ভাষায় অনুবাদ করা যায়। গুগল ট্রান্সলেটের মাধ্যমে চাইলে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায়ও অনুবাদ করা সম্ভব।

এমনকি অনুবাদ করা বার্তা কপি করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবিতে থাকা লেখা অনুবাদের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ছবিতে থাকা লেখা অনুবাদের জন্য প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করে ছবির ভাষা ও অনুবাদ করার ভাষা নির্বাচন করতে হবে। এরপর ওপরে থাকা অপশন থেকে ‘ইমেজেস’ নির্বাচন করে ফোন গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে।

কিছু সময় পর ছবিতে থাকা লেখা নির্দিষ্ট ভাষায় অনূদিত হয়ে ডান বক্সে দেখা যাবে। এরপর অনূদিত হওয়া লেখা কপি করার জন্য ‘কপি’ আইকনে ট্যাপ করে যেকোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করে ব্যবহার করা যাবে।

কম্পিউটার থেকেও একইভাবে যেকোনো ব্রাউজারে প্রবেশ করে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা ইমেজেস অপশন নির্বাচন করে কম্পিউটার থেকে ছবি আপলোড করলেই কাঙ্ক্ষিত ভাষায় ছবির লেখা অনূদিত হয়ে যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১৭ বার

এ সম্পর্কিত আরও খবর