মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

গুগল লেন্সে মিলবে যেসব নতুন সুবিধা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৪৩

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এ সুবিধাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ছবিতে থাকা পণ্যটি সম্পর্কে বিভিন্ন তথ্য দেখা যাবে। যার ফলে পণ্যটি ভালো না মন্দ তা সহজেই জানা যাবে। 

গুগল লেন্সের মাধ্যমে গ্যালারিতে থাকা ছবি বা ছবি তুলে অনলাইন থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর তথ্য খুঁজে পাওয়া যায়। তবে এবার গুগল লেন্সে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এবার গুগল লেন্সের মাধ্যমে কোনো পণ্যের ছবি তুলে সে পণ্যের বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকি পণ্যগুলোর বিষয়ে অন্য ক্রেতাদের মতামতও জানার সুযোগ মিলবে।

গুগলের তথ্যমতে, এ সুবিধাটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে নিজের অবস্থানের তথ্য শেয়ার করতে হবে। অবস্থানগত তথ্য শেয়ার করার পর ছবিতে থাকা পণ্যটি সম্পর্কে বিভিন্ন তথ্য দেখা যাবে। যার ফলে পণ্যটি ভালো না মন্দ তা সহজেই জানা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ওয়ালমার্ট, অ্যামাজনসহ বেশ কিছু প্রতিষ্ঠানে পণ্য কেনার সময় সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগলের কনজিউমার শপিং প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিলিয়ান রিনকন বলেন, যুক্তরাষ্ট্রের ৭২ শতাংশ ক্রেতা দোকানে কেনাকাটার সময় তাদের স্মার্টফোন ব্যবহার করেন এবং তাদের মধ্যে অর্ধেকের বেশিসংখ্যক ক্রেতা পণ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের অভাবে দোকান থেকে খালি হাতে ফিরে যান। এ সুবিধা ক্রেতাদের নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

জানা গেছে, গুগল লেন্সে যুক্ত হওয়া নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে দোকানে থাকা নির্দিষ্ট পণ্যের ছবি তুলতে হবে। ছবিটি গুগলের তথ্যভাণ্ডারে থাকা তথ্য পর্যালোচনা করে সে পণ্যের বিবরণ, ক্রেতা পর্যালোচনা, দাম ও মজুতের তথ্য দেখাবে। প্রাথমিকভাবে এ সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রসাধনসামগ্রী, খেলনা ও বৈদ্যুতিক যন্ত্রের তথ্য জানা যাবে। 

সংবাদটি পঠিত হয়েছে: ২৫ বার

এ সম্পর্কিত আরও খবর