১৯ ঘন্টা আগে
২০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্রটি তৈরিতে টেকসই এবং পুনরায় ব্যবহার উপযোগী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। শুধু তা-ই নয়, কেন্দ্রটিতে কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত গ্রাহকসেবা দেওয়া হবে। ফলে ডিজিটাল সেবায় গতি আসবে, পরিবেশের ক্ষতিও কম হবে।
সিলেটের আম্বরখানায় প্রথম পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। বুধবার গ্রাহকসেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফারহা নাজ জামান বলেন, ‘সিলেটের এই গ্রাহকসেবা কেন্দ্রটি পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়তে গ্রামীণফোনের সংকল্পেরই প্রতিফলন। পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্রটি দ্রুত ও মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্রটি তৈরিতে টেকসই এবং পুনরায় ব্যবহার উপযোগী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। শুধু তা-ই নয়, কেন্দ্রটিতে কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত গ্রাহকসেবা দেওয়া হবে। ফলে ডিজিটাল সেবায় গতি আসবে, পরিবেশের ক্ষতিও কম হবে।
দেয়ালবাগান ও পরিবেশবান্ধব দৃশ্যের সমন্বয়ে তৈরি গ্রাহকসেবা কেন্দ্রটিতে একধরনের প্রাকৃতিক আবহ তৈরি করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রটির নকশায় যুক্ত করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। ফলে পরিবেশবান্ধব পরিবেশে প্রয়োজনীয় সেবা পাবেন গ্রাহকেরা।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...