বৃহস্পতিবার

ঢাকা, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ


গ্যাজেট

ফ্লিপ ফোন আনছে আইটেল

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:৩৭

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ডিভাইসটিতে নন-রিমুভেবল ব্যাটারি, গ্লাসের ওপর ডিজাইন করা কিবোর্ড এবং বাংলাসহ ভারতের ১৩টি ভাষায় ফোন ব্যবহারের সুবিধা থাকবে। তিনটি রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।

ফ্লিপ ফোনের বাজারে প্রবেশ করতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা কোম্পানি আইটেল। শিগগিরই ফ্লিপ ওয়ান মডেলের ডিভাইসের মাধ্যমে এই বাজারে প্রবেশ করবে কোম্পানিটি।

অন্যান্য কোম্পানি যেখানে ক্ল্যামশেল ডিজাইন ব্যবহার করে সেখানে আইটেল কিবোর্ডযুক্ত ট্র্যাডিশনাল ডিজাইন ব্যবহার করবে।

ডিভাইসিটির পেছনে থাকবে প্রিমিয়াম লেদার। ফলে গ্রাহকদের আকৃষ্ট করবে ফোনটি, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

কিবোর্ডযুক্ত ফোন হলেও ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগ থাকছে। থাকবে ব্রাউজার, টেক্সট মেসেজ, কল করার সুবিধাসহ ক্যামেরাও।

ডিভাইসটিতে নন-রিমুভেবল ব্যাটারি, গ্লাসের ওপর ডিজাইন করা কিবোর্ড এবং বাংলাসহ ভারতের ১৩টি ভাষায় ফোন ব্যবহারের সুবিধা থাকবে। তিনটি রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। সূত্র: গিজমোচায়ান।

সংবাদটি পঠিত হয়েছে: ৮১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

১৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় এই ফোন

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪