সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


খবর

ফিজিটাল ফুটবল চ্যাম্পিয়ন হলেন যারা

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:২৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

চূড়ান্ত আসরে দুবাইয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘গেম অব দ্য ফিউচার’ ফিজিটাল ফুটবলের আঞ্চলিক পর্বের টিকেট পেলো এক্সএল। দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও ৫০ হাজার টাকার একটি ডামি চেক গ্রহণ করেন এক্সএল দলনেতা মারুফুল ইসলাম। এছাড়াও ৩০ হাজার টাকার চেক গ্রহণ করেন রানার্সআপ দলনেতা ইলতেমাস আমিন আদি।

বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম ফিজিটাল ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে এক্সট্রিম লুঙ্গি (এক্সএল)। ঘরোয়া ম্যাচে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী টিম কেকে-কে হারিয়ে ৮-১৯ গোলে হারিয়ে টুর্নামেন্ট জিতেছে দেশের ঐকিহ্যবাহী লুঙ্গিপ্রেমীরা।

খেলায় প্রথমে পিসিতে এইএফসি২৪ খেলে কেকে-কে ১৫ গোল দেয় চ্যাম্পিয়ন দল। এরপর মাঠে নেমে দিয়েছে ৪টি গোল। অপরদিকে রানার্সআপ কেকে পিসিতে ৩টি এবং মাঠে ৫ গোল দেয়।

ফলে চূড়ান্ত আসরে দুবাইয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘গেম অব দ্য ফিউচার’ ফিজিটাল ফুটবলের আঞ্চলিক পর্বের টিকেট পেলো এক্সএল। দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও ৫০ হাজার টাকার একটি ডামি চেক গ্রহণ করেন এক্সএল দলনেতা মারুফুল ইসলাম। এছাড়াও ৩০ হাজার টাকার চেক গ্রহণ করেন রানার্সআপ দলনেতা ইলতেমাস আমিন আদি।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাইডেসা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত রিচার্ড ও ভিপি নেওয়াজ মাহতাব, এমএসআই বাংলাদেশের তৌহিদ হোসেন ও হুমায়ুন কবির এবং ডিস্ট্রিবিউশন হাব ব্যবস্থানা পরিচালক মাজহারুল আলম মাজহার।

এর আগে রবিবার রাজধানীর অদূরে বেরাইদের ১০০ ফিটের অ্যাথলেটস হাবে বসে ডব্লিউপিসি গেইম এমএসআই বাংলাদেশ ফিজিট্যাল ফুটবল চ্যাম্পিয়নশীপ। তিন দিনের এই ফিফা চ্যাম্পিয়নশিপে চারটি গ্রুপে অংশ নিয়েছে ১৬টি দল। সেমিফাইনালের খেলা দেখতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

খেলায় সেমিতে মাই নেইবার্স দলকে ৪-৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে টিম কেকে। অপরদিকে গ্লাডিয়েটর্স ডায়নামিক-কে ৪-১২ গোলে হারিয়ে চূড়ান্ত আসরে জায়গা করে নেয় এক্সএল। আর তৃতীয় স্থান নির্ধারনীতে মাই নেইবার্স-কে ২-১০ গোলে কুপোকাত করে গ্লাডিয়েটর্স ডায়নামিক।

বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস এসোসিয়েশানের (বাইডেসা) এর ব্যবস্থাপনায় খেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিলো এমএসআই বাংলাদেশ। 

সংবাদটি পঠিত হয়েছে: ৩০ বার

এ সম্পর্কিত আরও খবর