৮ ঘন্টা আগে
১০ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে বন্ধুদের পুরোনো ছবি খুঁজে বের করে তাতে কমেন্ট করার ট্রেন্ড। এসব কমেন্টের কারণে কয়েক বছর আগের ছবিগুলো প্রকাশ্যে আসছে নতুন করে। সেগুলো নিয়ে চলছে হাসি-ঠাট্টা। কেউ কেউ আবার মনে করছেন পুরনো দিনগুলোই সুন্দর ছিল।
পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে।
তবে কেউ কেউ আবার নিজের পুরোনো ছবিকে সামনে আসাতে একটু অস্বস্তিতেও ভুগছেন। এর পেছনে অবশ্য বিভিন্ন কারণও আছে। পূর্বের কোনো সম্পর্ক নিয়ে দুষ্টুমি কিংবা গায়ের রং ও স্বাস্থ্যের আগের অবস্থা নিয়ে ঠাট্টা কারো কারো ক্ষেত্রে মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। আর এসব অস্বস্তি এড়াতে কেউ যদি চান যে, তার পুরনো ছবি সামনে না আসুক। তাহলে সে উপায়ও রয়েছে। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
এক্ষেত্রে প্রথমে আপনার টাইমলাইনে প্রবেশ করুন। এরপর প্রোফাইল পিকচারে নিচে “Photos” অপশনে গিয়ে “Albums” এ ক্লিক করুন। এরপর যেকোনো অ্যালবামে যান। সেখান থেকে একদম শেষের দিকে আপলোড করা ছবিগুলো খুঁজে বের করুন।
এবার অ্যালবাম লুকাতে চান সেটির ডানপাশে থাকা থ্রি ডটে (…) বা Edit অপশনে এ ক্লিক করুন, এরপর সেখান থেকে Edit Album ক্লিক করুন। সেখান থেকে প্রাইভেসি “only me” ক্লিক করুন। ছবির ক্ষেত্রে একইভাবে নির্দিষ্ট ছবির ডানপাশে থাকা থ্রি ডট (…) থেকে Edit অপশনে এ ক্লিক করুন, এরপর সেখান থেকে Edit Caption এ ক্লিক করুন। তাহলে ছবি বা অ্যালবামটি আপনি ছাড়া কেউ দেখতে পাবে না।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...