৮ ঘন্টা আগে
৯ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
প্রতিদিন এক শ্রেণির প্রতারকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেক বা ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সাইবার বুলিংসহ নানা প্রতারণা ও অপরাধমূলক কাজে সেগুলো ব্যবহার করছেন। এমনকি আপনার অজান্তেই আপনার ‘ফেসবুক আইডি ক্লোন’ করে, তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। এরপর সেই অ্যাকাউন্ট দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়ই।
সারা বিশ্বে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.০৭ বিলিয়ন (৩০৭ কোটি)।
প্রতিদিন এক শ্রেণির প্রতারকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেক বা ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সাইবার বুলিংসহ নানা প্রতারণা ও অপরাধমূলক কাজে সেগুলো ব্যবহার করছেন। এমনকি আপনার অজান্তেই আপনার ‘ফেসবুক আইডি ক্লোন’ করে, তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। এরপর সেই অ্যাকাউন্ট দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। তবে আশার কথা হলো ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া অ্যাকাউন্ট বন্ধে পদক্ষেপ গ্রহণ করেছে।
ফেসবুক তাদের মেসেঞ্জারে নতুন একটি ফিচার চালু করেছে। এবার থেকে অচেনা বা অপরিচিত কোনো নম্বর থেকে মেসেঞ্জারে কোনও মেসেজ আসলে ওই মেসেজ যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন প্রাপক। এছাড়া মেসেঞ্জারে চাইলেই আর সরাসরি অনাকাঙ্ক্ষিত মেসেজ বা লিংক পাঠানো যাবে না। আর এভাবেই ফেসবুকের ফেক অ্যাকাউন্টগুলো চিহ্নিত করা যাবে।
মাদারবোর্ড নামে একটি ওয়েবসাইটের পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে। ফেসবুকের মেসেঞ্জার টিম মাদারবোর্ডকে জানিয়েছে, আগে যদি কারও সঙ্গে মেসেঞ্জারে কথা না হয়ে থাকে কিংবা যোগাযোগ না থাকে, তবে তাকে বার্তা পাঠালে প্রেরক সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দেবে ফেসবুকে নতুন এই ফিচার।
ভুয়া কিংবা মিথ্যা পরিচয় দিয়ে খোলা অ্যাকাউন্ট থেকে বিভিন্ন স্ক্যাম বা ভুয়া খবর পাঠানো যাতে বন্ধ করা যায়, তাই ফিচার চালু করা হয়েছে। অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি মেসেঞ্জার অ্যাকাউন্টকে যুক্ত করা না থাকে, সেটাও ব্যবহারকারীকে জানিয়ে দেবে এই নতুন ফিচার।
অন্যদিকে, ফেসবুক ক্লোনিং বন্ধ করার কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ক্লোনিং কঠিন কিছু নয়। দুর্বৃত্তরা খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহারকারীর অনুরূপ আরেকটি অ্যাকাউন্ট খুলে তাতে ব্যবহারকারীর তথ্যসহ সবকিছু নকল করে বসিয়ে দিতে পারে। এরপর ওই ক্লোন অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীর বন্ধু ও পরিবারের সদস্যদের বোকা বানাতে পারে। ব্যবহারকারীর অজান্তেই অন্য অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
এ ধরনের ফেসবুক ক্লোনিং ঠেকানোর উপায় সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন হয়েছে কিনা তা জানার একক কোনো উপায় নেই। ফেসবুক সার্চ অপশন থেকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া নাম অনুসন্ধান করে একই রকম বা একই নামে অ্যাকাউন্ট আরও আছে কিনা তা বের করা যেতে পারে। ওই ভুয়া অ্যাকাউন্টে যদি বন্ধু বা আত্মীয় কেউ যুক্ত হয়ে যায় তবে তা ওপরের দিকেই দেখাবে।
এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করা ছাড়া উপায় নেই। এ জন্য ভুয়া অ্যাকাউন্টটির কভার ফটোর কাছে তিনটি ডট [...] মেনু বাটনটিতে ক্লিক করতে হবে। এতে একটি ড্রপডাউন মেনু আসবে তাতে সি ফ্রেন্ডশিপ, ভিডিও কল, পোক, রিপোর্ট অ্যান্ড ব্লক নামের অপশন থাকবে। ওই রিপোর্ট অংশে ক্লিক করে স্ক্রিনে আসা নির্দেশ পালন করতে হবে। যাচাই-বাছাই করে ফেসবুক ওই অ্যাকাউন্ট মুছে দেবে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...