সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


টিপস

ফেসবুকে সক্রিয় নয় এমন বন্ধুদের শনাক্ত করবেন যেভাবে

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, দুপুর ৪:১৪

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রথমেই সেলফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইলে প্রবেশ করে ফাইন্ড ফ্রেন্ডসে যেতে হবে। অল ফ্রেন্সড লিস্টের ওপর থাকা ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে লিস্ট ইন্টারেক্টেড উইথ নির্বাচন করতে হবে। ক্লিক করার পর মেটার পক্ষ থেকে কম যোগাযোগ হওয়া বন্ধুদের তালিকা সামনে আসবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধু তালিকায় প্রতিনিয়ত নতুন মানুষ যুক্ত হচ্ছে। এদের কেউ পরিচিত কেউ অপরিচিত। লিস্টে যুক্ত বেশির ভাগের সঙ্গে ব্যবহারকারীদের কখনো দেখা কিংবা মেসেজে কথা হয় না। তবে পোস্টে রিঅ্যাকশন বা কমেন্ট দেয়ার মাধ্যমে ভিন্নভাবে হলেও এ যোগাযোগ সম্ভব।

ফ্রেন্ড লিস্টে বিভিন্ন সময়ে এমন অনেকেই যুক্ত হয়েছেন যাদের সঙ্গে কখনই যোগাযোগ হয়নি। এদের সবাইকে সহজে খুঁজে পাওয়া কঠিন। তবে এ কাজকে সহজ করার উদ্যোগ নিয়েছে মেটা। তিন মাস বা তার বেশি সময় যেসব বন্ধু লিস্টে থেকেও কোনো কমেন্ট বা রিঅ্যাকশন দেয়নি তাদের সহজে খুঁজে বের করতে সহায়তা করবে ফেসবুক। যাদের সঙ্গে যোগাযোগ নেই চাইলে তাদের তালিকা থেকে বাদও দেয়া যাবে।

প্রথমেই সেলফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইলে প্রবেশ করে ফাইন্ড ফ্রেন্ডসে যেতে হবে। অল ফ্রেন্সড লিস্টের ওপর থাকা ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে লিস্ট ইন্টারেক্টেড উইথ নির্বাচন করতে হবে। ক্লিক করার পর মেটার পক্ষ থেকে কম যোগাযোগ হওয়া বন্ধুদের তালিকা সামনে আসবে। যে কেউ চাইলে একত্রে অনেককেই তালিকা থেকে আনফ্রেন্ড করে দিতে পারবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৪০১ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪