মঙ্গলবার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ


খবর

এশিয়ান ই-স্পোর্টসে যাচ্ছে বাংলাদেশি মেয়েরা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৪২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

ইস্পোর্টস এথলেট হিসেবে মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং এ বাংলাদেশের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করবে জোবাইদা আনজুম প্রভা, রাহমা, মরিয়ম, মেহেরুননেসা এবং সেলিনা সারা। আর ই-ফুটবল গেমে নেতৃত্ব দেবে এ এস এম নেসার উদ্দিন।

আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে (Hua Mak Indoor Stadium) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ই-স্পোর্টস গেমস ২০২৪’ এর ল্যান ইভেন্ট। এই টুর্নামেন্টে এবার যাচ্ছে টিম বাংলাদেশের দুইটি দল। দল দুটি সেখানে ‘মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং-ফিমেল’ এবং ‘ই-ফুটবল’ টুর্নামেন্টে অংশ নেবে।

ইস্পোর্টস এথলেট হিসেবে মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং এ বাংলাদেশের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করবে জোবাইদা আনজুম প্রভা, রাহমা, মরিয়ম, মেহেরুননেসা এবং সেলিনা সারা। আর ই-ফুটবল গেমে নেতৃত্ব দেবে এ এস এম নেসার উদ্দিন।

এদিকে এমএসআই ও স্টারটেকের সহযোগিতায় এবারের এশিয়ান ইস্পোর্টস গেমস ২০২৪ এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজক ‘বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড ইলেকট্রনিক স্পোর্টস এসোসিয়েশান’ (বাইডেসা)।

সংগঠনটির আয়োজনে রাজধানীর আগারগাওয়ে অবস্থিত বিসিএস কম্পিটার সিটি (আইডিবি ভবন) তে অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ এর এথলেটদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয় গত ১৬ নভেম্বর। সেখানেই জার্সি উন্মোচন করা হয় এবং সেই সাথে এথলেটদের এমএসআই ও বিসিএস কম্পিউটার সিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বাইডেসার পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন এনাম, জেনারেল সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আগা রাফসান, ট্রেজারার ফজলে রাব্বী, ডেপুটি ডিরেক্টর মোঃ নাফিজ আলম, ই-ফুটবল কাউন্সিলর ইমরান আলী, বাংলাদেশ ইস্পোর্টস এথলেট কমিটি (BESAC) এর সদস্য সুস্মিত রশীদ সহ আরও অনেকে।

এছাড়াও বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ.এল. মোজহার ইমাম চৌধুরী, সহ সভাপতি আখতার হোসাইন খান, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান।

এছাড়াও স্টারটেক থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ আলী ভুইয়া এবং এমএসআই থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ তৌহিদ হোসেন এবং মো. হুমায়ুন কবীর।

প্রসঙ্গত, বাইডেসা একাধারে ইন্টারন্যাশনাল ইস্পোর্টস ফেডারেশন (IESF), গ্লোবাল ইস্পোর্টস ফেডারেশন (GEF), এশিয়ান ইস্পোর্টস ফেডারেশন (AESF), নেটওয়ার্ক অব একাডেমিক এন্ড স্ক্লাস্টিক ইস্পোর্টস ফেডারেশনস (NASEF), ইস্পোর্টস ওয়ার্ল্ড ফেডারেশন (ESWF) এবং ওয়ার্ল্ড ফিজিটাল কমিউনিটি (WPC) এর সদস্য।
 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৩ বার

এ সম্পর্কিত আরও খবর