১৬ ঘন্টা আগে
১৬ ঘন্টা আগে
১৭ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত
এবারের আয়োজনে হংকং থেকে সর্বোচ্চ ১৮টি অ্যাপ পুরস্কার পেয়েছে। মালয়েশিয়া থেকে পাঁচটি, বাংলাদেশ থেকে চারটি, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে তিনটি করে এবং জাপান ও ইসরায়েল থেকে দুটি করে অ্যাপ পুরস্কার পেয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও তাইওয়ান থেকে একটি করে অ্যাপ পুরস্কার পেয়েছে।
এশিয়া স্মার্ট অ্যাপ পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রো ট্র্যাকার, ডে প্ল্যানিং, স্বাধীন মিউজিক ও দ্য সিটিজেন অ্যাপ। অ্যাপ চারটি তৈরি করেছে যথাক্রমে স্কাইলার্ক সফট লিমিটেড, স্কোয়াড ইনোভেটরস, স্বাধীন মিউজিক লিমিটেড এবং সিট্রেন্ডস সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
এ বছর আটটি বিভাগে এশিয়ার ১৩টি দেশের ৪৩টি অ্যাপকে এ পুরস্কার দিয়েছে হংকং ওয়্যারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউটিআইএ)।
বুধবার হংকংয়ের নিউ ওয়ার্ল্ড মিলেনিয়াম হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে হংকং ওয়্যারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউটিআইএ)।
হংকং ওয়্যারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এবারের আয়োজনে হংকং থেকে সর্বোচ্চ ১৮টি অ্যাপ পুরস্কার পেয়েছে। মালয়েশিয়া থেকে পাঁচটি, বাংলাদেশ থেকে চারটি, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে তিনটি করে এবং জাপান ও ইসরায়েল থেকে দুটি করে অ্যাপ পুরস্কার পেয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও তাইওয়ান থেকে একটি করে অ্যাপ পুরস্কার পেয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডসের বিজনেস অ্যান্ড কমার্শিয়াল বিভাগে পুরস্কার পাওয়া প্রো ট্র্যাকার অ্যাপটি তাৎক্ষণিকভাবে গার্মেন্টসের পণ্য উৎপাদনের তথ্য জানাতে পারে, যা উৎপাদনশিল্পে বিপ্লব ঘটিয়েছে। লাইফস্টাইল অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে পুরস্কার পাওয়া ডে প্ল্যানিং অ্যাপটি দৈনন্দিন সময় ব্যবস্থাপনা সহজ করে থাকে। একই বিভাগে পুরস্কার পাওয়া স্বাধীন মিউজিক মূলত একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ। সামাজিক উদ্ভাবনকে উন্নত করতে ভূমিকা রাখা দ্য সিটিজেন অ্যাপটি পুরস্কার পেয়েছে পাবলিক সেক্টর অ্যান্ড সোশ্যাল ইনোভেশন বিভাগে।
বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর অসাধারণ এই অর্জনের জন্য আমরা অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আমাদের প্রযুক্তিশিল্পের উদ্ভাবন, নিষ্ঠা ও দক্ষতার প্রমাণ, যা বৈশ্বিক পর্যায়ে আরও উজ্জ্বলভাবে প্রকাশিত হচ্ছে। এই সাফল্য বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শক্তি এবং ভবিষ্যৎ উদ্ভাবনের মাইলফলক স্থাপন করছে।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...