সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


উদ্যোগ

এসইও পেশাজীবীদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে মিটআপ

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৫, দুপুর ১:৫৫

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

 বাংলাদেশের এসইও পেশাজীবীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হলেও তাদের যোগ্য মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সঠিক প্রচারণার অভাব ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ঘাটতি পূরণে এসইও হাউস কাজ করে যাচ্ছে।

দেশীয় এসইও পেশাজীবীদের দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে  রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এসইও হাউস মিটআপ ২০২৫।  

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের এসইও পেশাজীবীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সামর্থ্য এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ ইউসুফ, রাশেদ হাসান আকাশ, এমএসআই সাকিব এবং সাকলাইন মোস্তাক। এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট অতিথি আবু তাহের সুমন, শেখ মো. মাসুদুর রশিদ, আতিকুর রহমান খান, কে এম রফিকুল ইসলাম, হাফিজার রহমান, মো. নাহিদ হাসান কায়সার, শেখ শাদী শুভ, তপোষ ঘোষ, এমডি কায়সার হামিদ, হাবিবুর রহমান এবং আল-আমিন কবির।

আয়োজকদের মতে, বাংলাদেশের এসইও পেশাজীবীরা আন্তর্জাতিক মানসম্পন্ন হলেও তাদের যোগ্য মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সঠিক প্রচারণার অভাব ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ঘাটতি পূরণে এসইও হাউস কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী ও অতিথিদের অভূতপূর্ব সাড়া পেয়েছে এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় ও সফল অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এই আয়োজন দেশীয় এসইও পেশাজীবীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩১ বার

এ সম্পর্কিত আরও খবর