সোমবার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ


ট্রেন্ডিং

এনভিডিয়ার উদ্যোগ: ১৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স করা যাবে বিনা মূল্যে

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:২০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

আয়োজিত কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। সাধারণভাবে এ ধরনের প্রতিটি কোর্সের মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে। যারা আগ্রহী তারা বিনা মূল্যে এই এআই কোর্সগুলো সম্পন্ন করতে পারে।

ডেভেলপার ও প্রযুক্তি নিয়ে উৎসাহীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডাটা সায়েন্সের অত্যাধুনিক জ্ঞান সহভাগিতা করতে ১৯টি এআই বিষয়ক কোর্স বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া। টেকরাডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, আয়োজিত কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। সাধারণভাবে এ ধরনের প্রতিটি কোর্সের মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে। যারা আগ্রহী তারা বিনা মূল্যে এই এআই কোর্সগুলো সম্পন্ন করতে পারে।

টেকরেডারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই কোর্সগুলো পাঁচটি বিষয়ে দেওয়া হবে। এগুলো হলো, জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং।

কোর্সগুলো কত দিনব্যাপী হতে পারে, সে প্রসঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি কোর্স সেলফ-পেসড হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এর মেয়াদ দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ, নিজের সুবিধামতো সময়ে ও গতিতে কোর্সটি করতে পারবেন।

উদাহরণস্বরূপ, জেনারেটিভ এআই এবং এলএলএসম বিভাগে রয়েছে অত্যন্ত জনপ্রিয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২ কোর্স, যা ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেলগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শেখাবে। অন্যদিকে, ‘ডিপ লার্নিং’ বিষয়ে রয়েছে আটটি কোর্স, যা প্রোগ্রামটির সবচেয়ে বড় বিভাগ।

আগ্রহীকে অংশগ্রহণ করতে  নিবন্ধন করতে হবে। সেসাথে তাকে এই সুযোগ গ্রহণ করতে এনভিডিয়ার ফ্রি ডেভেলপার প্রোগ্রামে যোগ দিতে হবে। একবার নিবন্ধন করলে, অংশগ্রহণকারী পুরো কোর্স ক্যাটালগের অ্যাকসেস পাবেন এবং নিজের গতিতে শিখতে পারবেন। সূত্র: টেকরেডার 
 

সংবাদটি পঠিত হয়েছে: ৫৮ বার

এ সম্পর্কিত আরও খবর