মঙ্গলবার

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ


খবর

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বেসিস নেতাদের বৈঠক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:১২

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

বৈঠকে আইসিটি উদ্যোক্তাদের কর অব্যাহতি প্রাপ্তির ক্ষেত্রে সকল বিজনেস ট্রান্সেকশনে ১০০% নগদ অর্থবিহীন বা ক্যাশলেস-এর শর্ত উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি ট্যাক্স এক্সেম্পশন  সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে এবং জাতীয় রাজস্ব বোর্ড-এর ভ্যাট সংগ্রহের সামগ্রিক ব্যবস্থা প্রক্রিয়া অটোমেশনে বেসিসকে প্রত্যক্ষভাবে অন্তর্ভূক্তির প্রস্তাব করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান  মো. আবদুর রহমান খান এফসিএমএ-এর সাথে বৈঠক করেছেন বেসিস নেতৃবৃন্দ। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন)  সৈয়দ মোহাম্মদ কামাল এবং সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান।  

বৈঠকে আইসিটি উদ্যোক্তাদের কর অব্যাহতি প্রাপ্তির ক্ষেত্রে সকল বিজনেস ট্রান্সেকশনে ১০০% নগদ অর্থবিহীন বা ক্যাশলেস-এর শর্ত উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি ট্যাক্স এক্সেম্পশন  সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে এবং জাতীয় রাজস্ব বোর্ড-এর ভ্যাট সংগ্রহের সামগ্রিক ব্যবস্থা প্রক্রিয়া অটোমেশনে বেসিসকে প্রত্যক্ষভাবে অন্তর্ভূক্তির প্রস্তাব করা হয়।

বেসিসের বেশকিছু কোম্পানী এনবিআর কর্তৃক ভ্যাট অটোমেশনে তালিকাভুক্ত হওয়ার অনুমোদনের অপেক্ষায় আছে। দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হয়।  

সাইবার সিকিউরিটি পণ্য এবং ডিজিটাল পেমেন্ট টুলস এর উচ্চ শুল্ক হ্রাস করা এবং সফটওয়্যার ও আইটি পরিষেবা খাতের পেশাজীবীদের উপর নির্দিষ্ট পরিমাণ আয়ের উপর আয়কর রেয়াত বাস্তবায়ন করা প্রসঙ্গেও বৈঠকে আলোচনা করা হয়।

এছাড়াও ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য ক্রেডিট/ডেবিট/প্রিপেইড কার্ড এবং মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে পরিশোধিত মূল্যের উপর ইনসেনটিভ সুবিধা প্রবর্তন, স্মার্ট কার্ড ও পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিন এর উপর উচ্চ শুল্ক হ্রাস করে ১৫% এর নিচে নির্ধারন, চতুর্থ শিল্প বিপ্লবের অনুষঙ্গ হিসেবে বিবেচিত আইওটি শিল্প বিকাশের আইওটি (ইন্টারনেট অব থিংস) ম্যানুফ্যাকচারিং এবং এসেম্বলিং এর উপর উচ্চ আমদানি শুল্ক হ্রাসকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়।  

এছাড়াও, আইটি খাতের নতুন নতুন সেবায় বিনিয়োগ আকর্ষণে ও রপ্তানি আয়ের প্রসারে ওয়েব হোস্টিং ও ক্লাউড সার্ভিসেসের স্থানীয় বাজার যেভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে তাতে করে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি ও পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে এই খাতকে আবশ্যিকভাবে কর অব্যাহতির আওতায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়।

বৈঠকে বেসিস নেতৃবৃন্দের এসব প্রস্তাব এনবিআর-এর চেয়ারম্যান মহোদয় মনোযোগ সহকারে শোনেন এবং তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

সংবাদটি পঠিত হয়েছে: ৭৭ বার

এ সম্পর্কিত আরও খবর