ছবি: সংগৃহীত
১৯৮১ সাল থেকে বাংলাদেশের অটোমোটিভ খাতে র্যাংগস ওয়ার্কশপ সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ঢাকা ও চট্টগ্রামে আমাদের ৩টি সার্ভিস সেন্টারে ১৩০ জনের অধিক দক্ষ কর্মী কাজ করছে। এমজি ও প্রোটন গাড়ির মালিকদেরকেও আমরা একই মানের সেবা প্রদানে প্রস্তুত।
অটোমোবাইল ব্র্যান্ড এমজি ও প্রোটন বাংলাদেশের অথোরাইজড সার্ভিস সেন্টার এখন র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে স্থানান্তরিত হয়েছে। গ্রাহকেরা এখন র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে এমজি ও প্রোটন গাড়ির সমস্ত সেবা গ্রহণ করতে পারবেন।
র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের চিফ এক্সেকিউটিভ অফিসার জনাব হামদুর রাহামান সাইমন বলেছেন, "১৯৮১ সাল থেকে বাংলাদেশের অটোমোটিভ খাতে র্যাংগস ওয়ার্কশপ সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ঢাকা ও চট্টগ্রামে আমাদের ৩টি সার্ভিস সেন্টারে ১৩০ জনের অধিক দক্ষ কর্মী কাজ করছে। এমজি ও প্রোটন গাড়ির মালিকদেরকেও আমরা একই মানের সেবা প্রদানে প্রস্তুত।"
এমজি ও প্রোটন বাংলাদেশের চিফ এক্সেকিউটিভ অফিসার মোঃ শাদিকুল মোস্তুাক বলেছেন, "নতুন সার্ভিস সেন্টারে স্থানান্তরের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের সুযোগ পাবো বলে আশা করছি। এই সার্ভিস সেন্টারে গ্রাহকরা এমজি ও প্রোটন গাড়ির যেকোন সমস্যার সমাধান পাবেন।"
র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের সাথে এমজি ও প্রোটন বাংলাদেশের এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা আরও উন্নত সেবা উপভোগ করবেন। উপরন্তু, র্যাংগস ওয়ার্কশপের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্থাপনায় গ্রাহকরা ঝমেলা মুক্ত ওয়ান-স্টপ সেবা অভিজ্ঞতা লাভ করবেন।
এমজি ও প্রোটন বাংলাদেশ সকল গ্রাহককে গাড়ি সার্ভিসিং সংক্রান্ত যেকোনো প্রয়োজনে র্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ঢাকা ও এর আশেপাশের গ্রাহকদের যোগাযোগের ঠিকানা- ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকদের জন্য– প্লট ৩, সি ডি এ এভিনিউ, চট্টগ্রাম।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...