ছবি: সংগৃহীত
বিজয়ীদের মধ্যে চার শ্রেণিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক। সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তিন শ্রেণিতে পুরস্কার পেয়েছে। দুই শ্রেণিতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংক।
আর্থিক সেবা খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তি সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। মোট ১৮ শ্রেণিতে এসব প্রতিষ্ঠানকে মোট ৪৭টি পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে ষষ্ঠ বারের মতো এ পুরস্কার দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
বিজয়ীদের মধ্যে চার শ্রেণিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক। সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তিন শ্রেণিতে পুরস্কার পেয়েছে। দুই শ্রেণিতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও পূবালী ব্যাংক।
এছাড়াও একটি করে পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংক, এভারকেয়ার হাসপাতাল, গ্রামীণফোন, মীনা বাজার, প্রাইম ব্যাংক, আরএফএল বেস্ট বাই, ট্রান্সকম ইলেকট্রনিকস, শেয়ারট্রিপ, এসএসএল কমার্স ও বাংলাদেশ রেলওয়ের পেমেন্ট সেবা ‘সহজ’।
শনিবার ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা, মাস্টারকার্ড বাংলাদেশের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠনের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উজ্জ্বল এ গমেজ
অধ্যাপক ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। গবেষক ও ডিজিটাল হেলথ সিস্টেমের একজন বিশেষজ্ঞ। উদ্ভাবন...