বৃহস্পতিবার

ঢাকা, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ


লাইফস্টাইল

একবার চার্জে বোটের ইয়ারবাডস চলবে প্রায় ১০ ঘণ্টা

প্রকাশ: ৮ আগস্ট ২০২৪, দুপুর ১২:১০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

এই ইয়ারফোনে রয়েছে এয়ার কন্ডাকশন প্রযুক্তির সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ১০০ ঘণ্টা চার্জ বজায় থাকবে।

সম্প্রতি বোটের নতুন ইয়ারবাডস উন্মোচন হয়েছে। এটি কোম্পানিটির প্রথম ওপেন ইয়ার ওয়্যারেবল স্টেরিও ইয়ারফোন। সাধারণত ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনে ইন-ইয়ার ডিজাইন থাকে। তবে বোট এয়ারডোপস প্রো গিয়ার ডিভাইসে রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন।

এই ইয়ারফোনে রয়েছে এয়ার কন্ডাকশন প্রযুক্তির সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ১০০ ঘণ্টা চার্জ বজায় থাকবে।

১৫ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। বিশেষ ওপেন-ইয়ার ডিজাইন রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। কোয়াড মাইক সিস্টেম রয়েছে এই ইয়ারফোনে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্পষ্ট আওয়াজ শুনতে পাবেন।

৪০এমএস লো-ল্যাটেন্সি গেমিং মোডের সাপোর্ট রয়েছে বোটের নতুন ইয়ারবাডসে। তাই এর সাহায্যে গেম খেলতে সুবিধা হবে। ভিডিও দেখাতেও দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এই ইয়ারবাডসের প্রতিটিতে রয়েছে একটি করে ৬৫ এমএএইচের ব্যাটারি। আর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া ইয়ারবাডসে রয়েছে ব্লুটূথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট।

সংবাদটি পঠিত হয়েছে: ১৮৭ বার

এ সম্পর্কিত আরও খবর