রবিবার

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ


টিপস

এক ভাষার কথা অন্য ভাষায় লিখে পাঠানোর ‍উপায়

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:০০

টেকওয়ার্ল্ড প্রতিবেদক

Card image

ছবি: সংগৃহীত

প্রাপক যদি ভিন্ন ভাষাভাষী হন তবে ভাষা জটিলতায় পড়তে হয়। তবে গুগলের জি-বোর্ড ব্যবহার করে এক ভাষার কথা অন্য ভাষায় লিখে পাঠানো যায়।

প্রতিদিন বিভিন্ন কাজে এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান অনেকেই। ব্যস্ততার কারণে অনেক সময় বার্তা লেখার সময় পাওয়া যায় না। ফলে ভয়েস টাইপ সুবিধা ব্যবহার করে বার্তা পাঠিয়ে থাকেন কেউ কেউ। কিন্তু প্রাপক যদি ভিন্ন ভাষাভাষী হন তবে ভাষা জটিলতায় পড়তে হয়। তবে গুগলের জি-বোর্ড ব্যবহার করে এক ভাষার কথা অন্য ভাষায় লিখে পাঠানো যায়।

এক ভাষার কথা অন্য ভাষায় লিখে বার্তা পাঠানোর জন্য স্মার্টফোনে জি-বোর্ড ইনস্টলের পর সেটির কি-বোর্ড চালু করতে হবে। এরপর বার্তা পাঠানোর জন্য গুগলের মেসেজেস অ্যাপ, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রবেশ করতে হবে।

এবার জি-বোর্ডের মেসেজ বক্সে ট্যাপ করে নিচে থাকা বক্স অপশন নির্বাচনের পর ‘ট্রান্সলেশন’-এ ক্লিক করতে হবে। এরপর মুখের কথা যে ভাষায় অনুবাদ করে লিখতে হবে তা নির্বাচন করতে হবে।

এবার মাইক্রোফোন আইকনে ট্যাপ করে মুখে বার্তাটি উচ্চারণ করলেই তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ হয়ে বার্তা আকারে দেখা যাবে। সম্পাদনা করার প্রয়োজন না হলে এন্টার বাটনে ক্লিক করলেই বার্তাটি নির্দিষ্ট ভাষায় প্রাপকের কাছে চলে যাবে।

সংবাদটি পঠিত হয়েছে: ৩৫০ বার

এ সম্পর্কিত আরও খবর


Card image

জি-মেইলের স্টোরেজ বাড়ানোর উপায়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪
Card image

ফেসবুকের পুরোনো ছবি লুকাতে যা করবেন

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৪